আমাদের কথা

আইডিয়া ব্যাঙ্ক

নাগরিকের সমস্যার উদ্ভাবনী সমাধানে সকলের জন্যে বাংলাদেশের সবচেয়ে বড় ঠিকানা

আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত সমস্যাগুলোর সমাধান অনেক ক্ষেত্রে বাংলাদেশি জনগণের মধ্যে থেকে আসতে পারে। এই চিন্তা থেকেই বাংলাদেশ সরকার একটি অনন্য উদ্যোগ গ্রহণ করেছে যার নাম আইডিয়া ব্যাংক। এখানে আপনি আপনার দ্বারা চিহ্নিত কোন নাগরিক সমস্যার উদ্ভাবনী সমাধান সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে সংরক্ষণ করতে পারবেন, অন্যদের সাথে শেয়ার করতে পারবেন, এবং নিজের ইচ্ছে মতো প্রচার করতে পারবেন। আইডিয়া ব্যাংক ব্যবহার করে আপনি চাইলে আপনার প্রস্তাবিত সমাধান বাস্তবায়নের জন্যে প্রণোদনা কিংবা স্বীকৃতির জন্যে আবেদন করতে পারেন। আইডিয়া বাংক এমনভাবে তৈরি করা হয়েছে যা ব্যবহার করে আপনার প্রকল্প আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি গোছানো পদ্ধতিতে পরিচালনা করতে পারবেন। আইডিয়া ব্যাংক আপনাকে দিচ্ছে একটি ভার্চুয়াল জগত যেখানে আপনি সহজেই যোগাযোগ করতে পারবেন এবং একত্রে কাজ করতে পারবেন অন্যান্য উদ্ভাবক, গবেষক, শিক্ষাবিদ, মেন্টর, বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, বিনিয়োগকারী এবং দাতাসংস্থার প্রতিনিধিদের সাথে।


দর্শন

দর্শন

বাংলাদেশী হিসাবে অত্যন্ত সৃষ্টিশীল এবং উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন একটা জাতির উদ্ভাবনী মেধাবীদের মেধা সেবা থেকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বঞ্চিত থেকেছে সম্পূর্ণ জনগোষ্ঠী। ফলশ্রুতিতে মেধা পাচারের মতো পরিণতির পাশাপাশি আধুনিক রাষ্ট্র হিসাবে গড়ে ওঠার দৌড়ে বাংলাদেশ বারবার পিছিয়ে পড়েছে। যথাযথ স্বীকৃতি ও পৃষ্ঠপোষকতার অভাবে উদ্ভাবনী চিন্তাসমূহ আলোর মুখ দেখেনি; আগ্রহ হারিয়েছে উদ্ভাবনী চিন্তায় সক্ষম মেধাবীদের। প্রাতিষ্ঠানিক বিদ্যাশিক্ষার ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত পেশাজীবী সম্প্রদায় গড়ে ওঠার চাপে হারিয়ে গেছে স্বতঃস্ফূর্ত উদ্ভাবনী চর্চার। এরূপ বাস্তবতায় আধুনিক সেবাধর্মী রাষ্ট্র হিসাবে গড়ে ওঠার প্রতিজ্ঞায় সময় এসেছে উদ্ভাবন, উদ্ভাবনী মানসিকতা এবং উদ্ভাবকদের চিন্তা কাজে লাগানোর। যার মাধ্যমে নিজ জনগোষ্ঠীর সমস্যা সমাধানে উদ্ভাবনী চিন্তার প্রয়োগের সুযোগ সৃষ্টি হচ্ছে। বিবিধ সমস্যা সমাধানে ভুক্তভোগী নাগরিকের চিন্তা কাজে লাগানোর এই প্রক্রিয়ায় অনন্য এবং স্বতন্ত্র সব সমাধানের প্রবল সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

আধুনিক সমাজ এবং আধুনিক রাষ্ট্র হিসাবে গড়ে ওঠার স্বাভাবিক পরিক্রমায় হার ধরাধরি করে চলে বিদ্যাশিক্ষা এবং পেশাজীবীতা। জ্ঞান, বিজ্ঞান এবং অভিজ্ঞতা মিলেমিশে একাকার হয়ে যায়। মিথস্ক্রিয়া ঘটতে থাকে নাগরিক চাহিদা এবং সেবা সরবরাহের। সমস্যার বৈচিত্র্য বৃদ্ধি পায়, যা চাহিদাসম্পন্ন নাগরিকের পাশাপাশি সেবা প্রদানকারীর মস্তিষ্কে সমাধান নির্ভর চিন্তার স্ফূরণ ঘটায়। এই সকল চিন্তাকে পুঁজি করেই তৈরী করা সম্ভব নতুন নতুন সেবা, যা আধুনিক রাষ্ট্র ও সমাজের ভিত্তিমূল হিসাবে বিরাজ করবে। সম্পূর্ণ প্রক্রিয়াটাকে সফল করে তুলতে হলে চিন্তা বা আইডিয়া গুলোকে জমা করার পাশাপাশি সংরক্ষণ, প্রয়োজনীয় পরিমার্জন, সংশোধন, বিস্তারণ, সজ্জায়ন, পর্যবেক্ষণ সহ সেগুলোকে প্রয়োজনীয় সহায়তা ও অভিভাবকত্ব দেয়া আবশ্যক। এই সকল উদ্দেশ্য পূরণকল্পে একটি সমন্বিত প্ল্যাটফর্মের নাম আইডিয়া ব্যাংক; যা বাস্তবিক অর্থেই একটি চিন্তা বা আইডিয়ার আধার, যেখানে গচ্ছিত চিন্তার নিরাপত্তাও সুরক্ষার সাথে সংরক্ষণ করা হয়।