বাংলাদেশের ৮০ শতাংশ কৃষক প্রান্তিক এলাকায় থাকেন এবং তারা সুবিধাবঞ্চিত ও জ্ঞানসম্পন্ন নন। তাদের অধিকাংশ বালাইনাশক, শস্যের রোগসহ নানাদিক নিয়ে ওয়াকিফহাল নন। তাদের অনেকে বুঝতে পারেন না ফসলের ক্ষতি কেমন করে হলো। এসব কৃষকরা ফসলের সমস্যা চিহ্নিতকরণ, বালাইনাশক ব্যবহার ও পরিস্থিতি অনুযায়ী ফসল লাগানোর বিষয়ে হালনাগাদ তথ্য পান না। এসব ক্ষেত্রে তাদের তথ্য প্রাপ্তির পথ করে দিতে এটুআই প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন ফান্ড (এসআইএফ)-এর সহায়তায় বাস্তবায়িত উদ্যোগ ‘কৃষকের জানালা’।