প্রকল্প সমূহ

অনলাইনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র
মোবাইল ফোনের মাধ্যমে জীবন বীমা কর্পোরেশনের বীমা দাবি প্রদান

ডেভেলপমেন্ট অফ মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ওয়েব পোর্টাল উইথ মোবাইল ইন্টারাক্টিভিটি


যাতায়াত কিংবা পণ্য পরিবহনে নানা মাধ্যমের দ্বারস্থ হয় আমরা। কিন্তু সেই পরিবহন প্রাপ্তিতে কতোটা সময় কিংবা চেষ্টা চালাতে হয় সেটা কম-বেশি সবার জানা। ওয়েবপোর্টালে কিংবা মুঠোফেনে যদি ঘরে বসেই ওই পরিবহন ভাড়া করা সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়, তবে সেটা আমাদের প্রাত্যহিক জীবনযাত্রা কিংবা যোগাযোগের পথ সুগম করে দিবে নিশ্চয়। তাই, সকল পরিবহনের সকল তথ্য এক জায়গায় করার জন্য এ টু আই-এর সার্ভিস ইনোভেশন ফান্ডের প্রকল্প ‘মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ওয়েব পোর্টাল ইনক্লুডিং মোবাইল ইন্টার্যাইক্টিভিটি’।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

বাংলাদেশে সব ধরনের পরিবহন সেবার তথ্য সম্বলিত কোন ডাটাবেজ নেই। তাই ঘরে বসে পরিবহন মাধ্যম, সময় ও অর্থ ব্যয়ের তুলনামুলক চিত্রের ধারণা পাওয়ার নেই কোন সুযোগ। ফলে সময় ও অর্থের অপচয় ঘটে চলেছে। এক্ষেত্রে ভোগান্তিও আছে নানা রকমের।

এই প্রকল্পে সকল ধরনের পরিবহন সেবার জন্য সমন্বিত ও কেন্দ্রীয় ডাটাবেজ প্রস্তুত করা হবে। যাতে পরিবহন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা যায়। সেখানে সকল পরিবহন মাধ্যমের অনলাইন সেবার সমন্বয়; ম্যাপ ও ছবি ব্যবহারের মাধ্যমে সহজবোধ্য সেবা প্রদান এবং ইন্টারনেট অথবা মোবাইল ব্যবহার করে যাতায়াত সংক্রান্ত সকল তথ্য প্রাপ্তির পথ হাতের নাগালে আনা হবে। বাংলা এবং ইংরেজী দুই মাধ্যমেই পাওয়া যাবে এই সেবা, যাতে দেশ-বিদেশের যে কেউ বাংলাদেশের যেকোন প্রান্তে ভ্রমণের ক্ষেত্রে পরিবহন সংক্রান্ত যাবতীয় তথ্য ব্যবহার করতে পারবেন।