বাংলাদেশের ৮০ শতাংশ কৃষক প্রান্তিক এলাকায় থাকেন এবং তারা সুবিধাবঞ্চিত ও জ্ঞানসম্পন্ন নন। তাদের অধিকাংশ বালাইনাশক, শস্যের রোগসহ নানাদিক নিয়ে ওয়াকিফহাল নন। তাদের অনেকে বুঝতে পারেন না ফসলের ক্ষতি কেমন করে হলো। এসব কৃষকরা ফসলের সমস্যা চিহ্নিতকরণ, বালাইনাশক ব্যবহার ও পরিস্থিতি অনুযায়ী ফসল লাগানোর বিষয়ে হালনাগাদ তথ্য পান না। এসব ক্ষেত্রে তাদের তথ্য প্রাপ্তির পথ করে দিতে এটুআই প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন ফান্ড (এসআইএফ)-এর সহায়তায় বাস্তবায়িত উদ্যোগ ‘কৃষকের জানালা’।
ফসলের কি সমস্যা হয়েছে তা অনেক সময় কৃষক বুঝতে পারেন না। এমনকি কৃষি সম্প্রসারণ কর্মীর কাছে ভালোভাবে বলতেও পারেন না সেই সমস্যার কথা। সমস্যা সঠিকভাবে চিহ্নিত না হলে সমাধান করাও কঠিন হয়ে পড়ে এবং কৃষক নানা ভোগান্তির শিকার হন। এ কারণে কেবল অভিজ্ঞতা আর অন্যের থেকে ধার করা জ্ঞান নিয়ে চলতে হয় তাদের।
‘কৃষকের জানালা’ কৃষকদের ফসলের নানা সমস্যার দ্রুত ও কার্যকরভাবে সমাধান দেওয়ার একটি ডিজিটাল প্রয়াস। এখানে ছবি দেখে কৃষক বা ব্যবহারকারী ফসলের যে কোনো সমস্যা চিহ্নিত করতে পারেন এবং চিহ্নিত ছবিতে ক্লিক করলেই সমস্যার সমাধান মনিটরে ভেসে উঠে। ‘কৃষকের জানালায়’ ১২০ টি ফসলের ১ হাজারের বেশি সমস্যা ও সমাধান রয়েছে। যেটা কৃষক বা ব্যবহারকারী যেকোন কম্পিউটার, ল্যাপটব, ট্যাব ও স্মার্ট ফোন বা এন্ড্রোয়েড মোবাইলে পেতে পারেন। কৃষকের জানালাকে কৃষি বিশেষজ্ঞগণের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের কারিগরি বিশেষজ্ঞ কমিটি কর্তৃক সেটাকে উন্নত করা হয়েছে। করা হয়েছে ফসলের বালাই ব্যবস্থাপনায় পরিবেশ ও জনস্বাস্থ্যবান্ধব।