মানুষের সঙ্গে সরকারের প্রাণীসম্পদ কর্মকর্তা ও পশু চিকিৎসকদের যোগাযোগের অভাবে প্রত্যন্ত অঞ্চল ও দুর্গম এলাকার হাঁস, মুরগী, গরু, মহিষ, ছাগল ভেড়া পালনকারী ও অন্যান্য খামারীদের কাছে সেবা ঠিকমতো পৌঁছায় না। কৃষক ও খামারীদের কাছে সহজে তথ্য পৌঁছে দিতে যে তথ্য ভান্ডার তৈরি করা প্রয়োজন এবং সেটার তথ্য এসএমএসে ছড়িয়ে দেওয়ার দিতে ‘গাজীপুর জেলার মোবাইল এস.এম.এস সার্ভিসের মাধ্যমে প্রাণিসম্পদ অধিদপ্তরের সেবা প্রদান প্রকল্প’। প্রথমত গাজিপুর জেলা থেকে শুরু হওয়া প্রযুক্তিনির্ভর এই সেবা ক্রমান্বয়ে পৌঁছে দেয়া যাবে দেশের প্রতিটি জেলায়।
দেশের প্রত্যন্ত অঞ্চলে এবং দুর্গম এলাকার দরিদ্র কৃষক, হাঁস মুরগী, গরু-মহিষ, ছাগল-ভেড়া পালনকারী এবং অন্যান্য খামারীগণের নিকট সহজে এবং সরাসরি প্রাণিসম্পদ অধিদপ্তরের পরামর্শ ও চিকিৎসা সেবা পৌঁছে না । স্থানীয় প্রাণীসম্পদ কর্মকর্তা ও চিকিৎসকের পর্যাপ্ত না হওয়ায় ফলে ঘটে এটা।
প্রাণিসম্পদ অধিপ্তরে একটি মোবাইল এসএমএস সার্ভার স্থাপন এবং এসএমএস পুশ-পুল সফটওয়্যারে মাধ্যমে সহজে এ সমস্যার সমাধান করা হবে। এক্ষেত্রে খামার স্থাপন বিষয়ে কারিগরী তথ্যাদি ও পরামর্শ, হাঁস-মুরগীর বাচ্চা, ডিম ইত্যাদি পাওয়ার তথ্য ও মূল্য, পশু-পাখির রোগ, লক্ষণ, প্রতিকার ও চিকিৎসা বিষয়ক তথ্যাদি সফটওয়্যারের মাধ্যমে পাবেন কৃষক ও খামারীরা। এসএমএস তথ্যভান্ডার স্থাপন করে তথ্য হালনাগাদকরণ (তথ্য সংযোজন ও বিয়োজন), ডিজিটাল ইনফরমেশন সেল গঠন, ডিজিটাল রিপোর্ট সংগ্রহশালা এবং ই-লাইভস্টককে সমৃদ্ধ করা হবে। পরবর্তীতে সেটা সর্বস্তরের জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হবে এসএমএস সার্ভিসে।