প্রকল্প সমূহ

ডিজিটাল পদ্ধতিতে বালাইনাশক লাইসেন্স ইস্যু ও নবায়ন
ব্লক পর্যায়ে কৃষি সেবা নিশ্চিতকরণ

“স্পট মিটারিং”


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

গ্রাহক সরাসরি অফিসে আগমন পুর্বক মিটার সংযোগের আবেদন প্রদান, দালালদের দৌরাত্ম এবং গ্রাহক আবেদন নিষ্পত্তিতে অনেকগুলো ধাপ বিদ্যমান থাকায় মিটার সংযোগ গ্রহনে দীর্ঘসূত্রিতা হয়ে থাকে যাহা সেবা গ্রহীতার সময় ও অর্থের ব্যয় বৃদ্ধিসহ গ্রাহক হয়্রানির সৃষ্টি হয় ।

• এলাকা চিহ্নিতকরণ । • চিহ্নিত এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রদানের তারিখ নির্ধারণ । • নির্ধারিত তারিখে চিহ্নিত এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রদানের বিষয়ে বিভিন্ন মাধ্যমে ব্যাপক প্রচারণা । • অফিস কর্তৃক সংশ্লিষ্ট কাজে নিয়োজিতদের দায়িত্ব বন্টন । • নির্ধারিত তারিখে দায়িত্বপ্রাপ্ত অফিস স্টাফ এবং প্রয়োজনীয় মিটার ক্যাবল ও অন্যান্য যন্ত্রপাতি দ্বারা স্পটে সংযোগ প্রদান ।