প্রকল্প সমূহ

বীমা দাবী পূরণে ভ্রাম্যমাণ সেবা ।
“প্লট হস্তান্তরের অনুমোদন সহজিকরণ”

“অথরাইজড অফিসার আপনারই”


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

অসচেতনতা, আইন না জানা এবং কোন কোন ক্ষেত্রে আইনের প্রতি শ্রদ্ধাশীল না হবার মানসিকতায় লাভ ও লোভের বশবর্তী হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিধি বর্হিভূত ভাবে ভবন/ইমারত নির্মাণ করে থাকে। রাজউকের সংশ্লিষ্ট বিভাগ এসব ভবন ভাঙ্গার নোটিশ প্রদান করে থাকে, ভবন ভাঙ্গা না হলে কর্তৃপক্ষ আইনানুগ ভাবে ভবন ভেঙ্গে ফেলে। কিন্তু কেউ কেউ আবারও ভবন নির্মাণ করে। এতে আইন সম্মত পদক্ষেপ গ্রহণে রাজউকের সময় নষ্ট হওয়ার পাশাপাশি অন্যান্য কাজে ব্যাঘাত সৃষ্টি হয়। তদুপরি সংশ্লিষ্ট ব্যক্তি তথা দেশের বিপুল পরিমাণ অর্থের অপচয় হয়।

 এলাকা নির্ধারন পূর্বক ডাটাবেইজ তৈরি;  সংশ্লিষ্ট এলাকার স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের, মসজিদের ইমাম, পুরোহিতদেরকে একত্রিত করে টিম গঠন করা হবে;  সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠানে এই টিমের যেকোন সদস্যের উপস্থিতিতে অথরাইজড অফিসার ও তার টিম এলাকার জমির মালিক/অভিবাসীদের সাথে মতবিনিময় সভা করবে;  মতবিনিময় সভায় জমির মালিকদের আইন ও বিধি সম্মত ভাবে ভবন নির্মাণ করতে উদ্বুদ্ধ করা হবে;  পরর্বর্তীতে এলাকার এই টিম রাজউকের মুখপাত্র হিসাবে কাজ করবেন এবং রাজউকের সভায় টিমের সভাপতি কো-অপ্ট সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হবে;  সংশ্লিষ্ট এলাকার কোন অবৈধ নির্মাণ করার চেষ্টা করলে সংশ্লিষ্ট টিমের সদস্যরা অবৈধ নির্মাণ প্রতিহত করবেন এবং অথরাইজড অফিসারকে সরাসরি বা এসএমএস এর মাধ্যমে অবহিত করবেন;  অথরাইজড অফিসার বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন;  সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের স্বীকৃতি প্রদান;