প্রকল্প সমূহ

ট্যানারি বর্জ্য রিসাইক্লিং
সড়ক নিরাপত্তায় ড্রাইভিং সিমুলেটর

অনুমোদিত বালাইনাশক তালিকার সময়ানুগ হালনাগাদকরণ


বালাইনাশক লাইসেন্স প্রদান এবং রেজিস্ট্রেশন হালনাগাদকরন প্রক্রিয়াটি অটোমেশন করে একটি অনলাইনে প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করা হবে।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

বালাইনাশক আমদানী এর লাইসেন্স প্রাপ্তিতে অনেক সময়ে দীর্ঘসূত্রিতা দেখা যায়। কিছু ক্ষেত্রে ল্যাব টেস্টের ফলাফল পরিবর্তন করার সুযোগ থাকে। কী কী ধরণের বালাইনাশক আমদানি হচ্ছে তা তদারক করা কঠিন হয়ে পড়ে। খুচরা পর্যায়ে বালাইনাশক তদারকী আরো বেশী কঠিন হয়ে পড়ে। ফলশ্রুতিতে অনুমোদনবিহীন বালাইনাশক বাজারে বিক্রয় হতে থাকে এবং বিভিন্ন তালিকায় প্রদর্শিত হয়।

বালাইনাশক লাইসেন্স এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি অটোমেশন করা হবে। যার ফলে রেজিস্ট্রেশন হালানাগাদকরণ প্রক্রিয়া এবং যাবতীয় লাইসেন্স প্রদানের প্রক্রিয়া একটি অনলাইনে প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করা হবে। এর ফলে বালাইনাশক আমদানী, ব্যবহার এবং গুণগত মান সম্পর্কে সহজে তদারকী করা যাবে। অনুমোদিত বালাইনাশকের তালিকা অনুমোদনের সঙ্গে সঙ্গেই সরাসরি "পেস্টিসাইড প্রেসক্রাইবার" এ প্রেরিত হবে।