প্রকল্প সমূহ

ঋণ বিতরণ প্রক্রিয়া ডিজিটালাইজেশন”
শিক্ষার্থীদের ই-প্রত্যয়ন পত্র প্রদান

প্রশিক্ষণ কোর্সে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

• প্রশিক্ষণ কোর্সে প্রথম দিন কাম্য শিক্ষক পাওয়া যায় না। • প্রতিষ্ঠান প্রধান সংবাদটি জানলেও একাডেমিক কাজে সমস্যা হবে ধারণা করে তথ্যটি গোপন করেন। • শিক্ষক সংবাদটি দেরিতে পাওয়ার কারনে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় প্রশিক্ষণে আসার আগ্রহ কম হয় বা অনীহা প্রকাশ করেন।

Ø বাংলাদেশের সকল মাদ্রাসায় চিঠি প্রেরণ। Ø প্রতিষ্ঠান প্রধান ও অন্যান্য শিক্ষকদের তালিকা প্রেরণ। যারা প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং যারা প্রশিক্ষণ গ্রহণ করেনি তাদের পৃথক পৃথক ভাবে মোবাইল নাম্বার সহ তথ্যাদি প্রেরণ। Ø বিভাগ, বিষয় ও পদ ভিত্তিক ডাটা তৈরী। Ø প্রশিক্ষণ শুরুর ৩০ দিন পূর্বে তালিকা প্রস্তুত করা। Ø ১৫ দিন পূর্বে তালিকা অনুমোদন করে ওয়েব সাইটে প্রকাশ করা হয়। Ø প্রতিষ্ঠান প্রধান ও নির্বাচিত শিক্ষকদের মোবাইলে এসএমএস করা। Ø প্রশিক্ষণ শুরুর ৭ দিন আগে প্রতিষ্ঠান প্রধান ও কোর্সের প্রধান সম্বনয়ক কে ই-মেইল পাঠানো।