একটি ছোট যন্ত্র যা স্বল্প ক্ষমতার ইঞ্জিন থেকে বৃহত্তর শক্তি উৎপাদন করতে সক্ষম।
বাংলাদেশের কৃষিতে সেচ কাজে ডিজেল চালিত অথবা বিদ্যুৎ চালিত সেচ যন্ত্র ব্যবহৃত হয়। ডিজেলের মূল্য প্রচুর, মাঝে মধ্যে গ্রাম-গঞ্জের ডিজেল ব্যবসায়ীদের অধিক মুনাফার কারণে কৃষকেরা দিশেহারা হয়েপড়ে এবং কৃষকদের অধিক মূল্যে ডিজেল ক্রয় করতে হয়। ফলে সঠিক সময়ে চাহিদা মোতাবেক সেচ প্রদান করতে পারে না।
একটি জ্বালানী সাশ্রয়ী মেকানিকাল পওয়ার ডি-ভাইস এর মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে। এই উদ্ভাবিত মেকানিকাল পওয়ার ডি-ভাইসটি সংযোগের ফলে ছোট ইঞ্জিন দিয়ে বড় ইঞ্জিনের কাজ করানো সম্ভব হবে। এতে ছোট ইঞ্জিনের জ্বালানীতেই বড় ইঞ্জিনের কাজ করা সম্ভব। চাষীরা অল্প জ্বালানীতে তাদের চাহিদা মোতাবেক সেচ প্রদান করতে পারবে।