প্রকল্প সমূহ

Envirotics: An online effluent treatment plant (ETP) monitoring system
Development of a Functional Electric Stimulation device for footdrop patients

বাংলাদেশের মৎস্য খামার আধুনিকীকরণে অটোমেশান প্রযুক্তি


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">বাংলাদেশের মৎস্য খামারগুলো সনাতন ব্যবস্থাপনার আওতায় পরিচালিত হচ্ছে। এই সনাতন ব্যবস্থাপনার পরিবর্তে আধুনিক মৎস্যচাষ সম্পর্কিত যন্ত্রপাতির সমন্বয়ে একটি ইন্টারনেট ভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা হবে। এ ব্যবস্থাপনায় মৎস্য খামারের মৎস্য খাদ্য প্রদান, পানি সঞ্চালন, এয়্যারেশন, নিরাপত্তা যন্ত্রপাতি (যেমন সিসিটিভি), অন্যান্য ইলেকট্রিক যন্ত্রপাতি (যেমন আলোর উৎস), কর্মী ব্যবস্থাপনা মোবাইল অ্যাপস ও ইন্টারনেট ভিত্তিক একটি প্লাটফরমের মাধ্যমে স্মার্ট ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় এনে মৎস্য খামারের উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন ব্যয় হ্রাস করা হবে।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>

<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">বাংলাদেশের মৎস্য খাতের অবদান আজ সারা বিশ্বে স্বীকৃত, যা অভ্যত্মরীণ বদ্ধ জলাশয়ে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে ৫ম স্থান দখল করে আসছে। গত তিন দশকে বাংলাদেশের মোট মৎস্য উৎপাদন প্রায় ৫ গুণ বাড়লেও অভ্যন্তরীণ জলাশয়ে মাছের উৎপাদন বেড়েছে প্রায় ১৮ গুণ। বাংলাদেশের সনাতন মাছ চাষ ব্যবস্থাপনা অদক্ষ শ্রমিকের ওপর নির্ভরশীল। বর্তমানে দক্ষ শ্রমিকের অভাব, তাদের জ্ঞান ও প্রশিক্ষণের অভাব এবং বিভিন্ন সুষ্ঠু ব্যবস্থাপনা কার্যক্রমের অভাবে পরিবেশ দূষণ, মাছের রোগের বিস্তার ও মৎস্য উৎপাদন হ্রাসের পাশাপাশি মৎস্য চাষিদের লাভের পরিমাণ আনুপাতিক হারে কমে যাচ্ছে। আমাদের উদ্যোগের মাধ্যমে বিভিন্ন আধুনিক মৎস্যচাষ সম্পর্কিত যন্ত্রপাতির সমন্বয়ে একটি ইন্টারনেট ভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা হবে। এ ব্যবস্থাপনায় মৎস্য খামারের মৎস্য খাদ্য প্রদান, পানি সঞ্চালন, এয়্যারেশন, নিরাপত্তা যন্ত্রপাতি (যেমন সিসিটিভি), অন্যান্য ইলেকট্রিক যন্ত্রপাতি (যেমন: আলোর উৎস) মোবাইল ও ইন্টারনেট ভিত্তিক একটি প্লাটফরমের মাধ্যমে স্মার্ট ব্যবস্থাপনার আওতায় আনা হবে, যা ইন্টারনেট সংযোগের মাধ্যমে এবং মোবাইল অ্যাপস এর মাধ্যমে মৎস্য খামারের সার্বক্ষণিক তথ্য ও চিত্র খামার উদ্যোক্তাকে প্রদান করবে। তাছাড়া সার্বক্ষনিক পর্যবেক্ষণ (Real Time Monitoring) এর মাধ্যমে মৎস্য খামারের জৈব নিরাপত্তা (Bio-safety) নিশ্চিত করে পরিবেশবান্ধব মৎস্য উৎপাদন করা হবে। ফলে শ্রমিক নির্ভরতা কমিয়ে মৎস্য উৎপাদন খরচ কমানো যাবে । সর্বোপরি মাছের উৎপাদন উলম্বভাবে (Vertical) বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অভ্যত্মরীণ জলাশয়ের মাছচাষে এক বিপ্লব ঘটানো যেতে পারে।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>