প্রকল্প সমূহ

ভোক্তাধিকার ও অভিযোগ
বাল্যবিবাহ প্রতিরোধে স্টুডেন্ট্‌স ডাটাবেজ

ডিজিটাল পদ্ধতিতে বিবাহ নিবন্ধন ও ঝরে পড়া রোধে ডাটাবেইজ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

দারিদ্রতাকারনে : • মেয়েদের পুনরুৎপাদন মূলক কাজে উৎসাহিত এবং আয়মূলক কাজে নিরুৎসাহিত করার পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি • জলবায়ু পরিবর্তন প্রভাবে অভিযোজন ক্ষমতা হ্রাস ও উদ্বাস্তু হওয়া • বংশপরম্পরায় নিম্ম আয়ের একই পেশার উপরনির্ভরশীল থাকা • বিকল্প আয়বৃদ্ধিমূলক দক্ষতার অভাব • সামাজিকভাবে বঞ্চিত ও বিভিন্ন সুযোগ সেবা থেকে বঞ্চিত থাকা সামাজিক ও সাংস্কৃতিক প্রথার কারণে • সামাজিক রীতিনীতি/চাপ/ধর্মীয় অপব্যখ্যা • বহুবিবাহ প্রথা • পুত্রসন্তানের আশায় অধিক সন্তানের জন্মদান • অল্প বয়সে বিয়ে দিলে যৌতুক কম লাগবে/পাওয়া যাবে এ ধরনের ধারনা পোষণ করা • মুরুব্বি এবং মা-বাবার শখপূরণ। • মেয়ের বয়স বেশি হলে ভাল পাত্র পাওয়া যাবে না এই ভয় • বাল্যবিয়ের কুফল সম্পর্কে সামাজিক অসচেতনতা • পুরুষদের কম বয়সী মেয়ে বিয়ে করার প্রবণতা • দরিদ্র পরিবারে মেয়েদের বোঝা মনে করা • অনগ্রসর জাতিগোষ্ঠীর দীর্ঘদিনের ঐতিহ্য সামাজিক নিরাপত্তাহীনতার কারনে • যৌনহয়রানির কারণে নিরাপত্তা ঝুঁকি ও ঝরে পড়ার হার বৃদ্ধি • বাল্যবিবাহ ও যৌন হয়রানি রোধে সামাজিক প্রতিরোধ ব্যবস্থার অভাব ও সচেতন ব্যক্তিদের নিস্ক্রিয়তা • ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নারী ও শিশুনির্যাতন প্রতিরোধ কমিটি সক্রিয় না থাকা • স্কুল বা কলেজ এফেয়ার্স /প্রেম • প্রযুক্তির অপব্যবহার (মোবাইল, ফেসবুক, ইউটিউব) আইনের যথাযথ প্রয়োগ না থাকার কারণে • আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনকে বাল্যবিবাহ, সঠিক জন্মতারিখ সংক্রান্ত তথ্য বিভ্রান্তিতে ফেলা • অভিভাবক ও শিশুদের বিয়ের আইনগত বয়স সম্পর্কে ধারনা কম থাকা • স্থানীয় জন প্রতিনিধিদের উদাসীনতা, রাজনৈতিক প্রভাব • বিবাহনিবন্ধন অনলাইন পদ্ধতি না থাকা • বালাম বহি ছাড়া ভূয়া ফরমে নিবন্ধনের প্রবণতা • বিবাহের আইনগত বয়স যাচাই এর জন্যঅনলাইন সুযোগ না থাকা • হাতে লেখা ভূয়া জন্মনিবন্ধন সনদ বিয়ের ক্ষেত্রে ব্যবহৃত হওয়া • জন্মনিবন্ধন শতভাগ অনলাইনে এন্ট্রি না হওয়া, • একজনের একাধিক জন্মনিবন্ধন কার্ড থাকা (বিয়ের জন্য, চাকুরীর জন্য)

উদ্ভাবন ও সমস্যারসমাধান- আইন প্রয়োগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমাধান ডাটাবেইজএর মাধ্যমে ঝুকিপূর্ন শিশু চিহ্নিতকরন, ঝুকি নিরসনে কার্যকর উদ্যোগ “বালিকাবধূ নয়”এ্যাপস্ ডিজাইন (এন্ড্রয়েড ভারসন) এবং মোবাইল মেসেজিং এর মাধ্যমে বয়স নিরুপণত্তোর অনলাইন বিবাহ নিবন্ধন নিশ্চিতকরন সরকারি আইনগত পরিসেবার সাথে লিংক- নারী নির্যাতন প্রতিরোধ= ১০৯২১, শিশু নির্যাতন প্রতিরোধ= ১০৯৮) সমস্যারসমাধান সামাজিক নিরাপত্তা নিশ্চিত করন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি সক্রিয়করণ এবং বাল্যবিবাহ রেজিস্টার নিয়মিতকরন মহামান্যহাইকোর্টের নির্দেশনাঅনুসারে স্কুলপর্যায়ে যৌনহয়রানী প্রতিরোধ একশন কমিটি গঠন ও সক্ষমতায়ন বাল্যবিবাহ ও যৌনহয়রানি প্রতিরোধে কম্যুনিটিভিত্তিক প্রচারাভিযান আত্মসুরক্ষা ( জেন্ডার, এফেয়ার্স, কুপ্রস্তাব, উপহারের প্রলোভন, নিজেকে জানা ) কৌশল শীর্ষক স্কুলভিত্তিক শ্রেনী পাঠদান সমস্যার সমাধান সামাজিক, সাংস্কৃতিক বাধা নিরসনে জনসচেতনতা বৃদ্ধি সচেতনতা বৃদ্ধিমূলক সভা (উঠান বৈঠক, দিবস উদ্যাপন, প্রচারপত্র বিতরণ) ইমাম, পুরোহিত (ধর্মীয় নেতা) সমাবেশ / বিবাহনিবন্ধক ও স্থানীয় সরকার, প্রশাসন মধ্যকর সমঝোতা স্মারক স্বাক্ষর সমাবেশ প্রার্থনালয়ে (বিশেষ প্রার্থনার দিন) বাল্যবিবাহ নিরোধ শীর্ষক আলোচনা শিক্ষার্থীদের ঝরে পড়া ও বাল্যবিবাহ নিরোধে স্কুলভিত্তিক শপথ গ্রহণ সমাবেশ সমাধান: দারিদ্রতা হ্রাসকরনেবিশেষ উদ্যোগ ঝুকিপূর্ণ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, হতদরিদ্র কিশোরীর পরিবারকে সরকারী নীতি অনুযায়ী সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচীতে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভূক্তিকরণ সার্ভিস রেফারেল সিস্টেম ডেভেলপ করা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর যুবদের বিকল্প আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও সরকারী পরিসেবায় অন্তর্ভূক্তিকরণ ঝরে পড়া যুবদের কারিগরি শিক্ষায় উৎসাহিতকরন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, ক্ষূদ্র উদ্যোগ গ্রহণে উদ্যোগীকরন সিপ প্রকল্পের আওতায় উন্মুক্ত প্লাটফর্মে হতদরিদ্র. ঝুকিপুর্ণ, দলিত, ক্ষূদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের তথ্য যথাযথ প্রক্রিয়াই অন্তর্ভূক্তিকরন সমাধান বাস্তবায়ন বাস্তবায়ন কারী:পরিত্রাণ (বেসরকারী মানবাধিকার উন্নয়ন সংস্থা), স্থানীয় প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রোগ্রাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অভিজ্ঞতা: প্রকল্পভিত্তিক: প্রটেক্টিং হিউম্যান রাইটস্ (পিএইচআর), সহায়তায়: প্লান ও ইউএসএইড প্রমোটিং রাইটস্ অব দলিত এন্ড এক্সক্লুডেড পিপুলস্, সহায়তায়: মানুষেরজন্য ফাউন্ডেশন, ডিএফআইডি, ইউরোপিয়ন ইউনিয়ন কিশোরী গঠন প্রকল্প, সহায়তায়: জেভেরিয়ান মিশন বাস্তবায়ন সময়কাল (জানুয়ারী ২০১৭ থেকে মে ২০১৮): ১৫ মাস বাস্তবায়নের স্থান: খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা ও ১৪টি ইউনিয়ন। প্রস্তাবিত এলাকায় বাল্যবিবাহেরহার: জাতীয়-৬২.৮%, খুলনা জেলা- ৬৯.২%, ডুমুরিয়াউপজেলা- ৭২.৫%. ডুমুরিয়ায় কমেছে নারী শিক্ষার হার: ২০০১ সালে ৫৫.০৪, ২০১১ সালে ৪৭.৭ ঝরে পড়ারহার: ৮০ টি স্কুল, মাদ্রাসার ২৪৫৫ জন জেএসসিপরিক্ষার্থীর মধ্যে ২২০ জনঝরে পড়েএবং ২১০ জনপরিক্ষার পূর্বেইবাল্যবিবাহেরশিকারহয়) তথ্যসূত্র: বিবিএস, মাল্টিপুলইন্ডিকেঁরক্লাস্টারসার্ভে ২০১২-২০১৩, উপজেলামহিলাবিষয়ক দপ্তর-ডুমুরিয়া ও পরিত্রাণএরসার্ভে প্রতিবেদন