প্রকল্প সমূহ

Pothosathi Project
Centralize Neutralizer System

“দুর্গেশনন্দিনী”- একটি গেমিং মডেল যার মাধ্যমে কিশোরীদের প্রয়োজনীয় যৌন, স্বাস্থ্য, পুষ্টি এবং নিরাপত্তা বিষয়ে সহজবোধ্য শিক্ষা প্রদান করা যায়।


কিশোরীদের বয়সন্ধিকালিন প্রয়োজনীয় জ্ঞান স্বল্পতা দূরীকরণে দুর্গেশনন্দিনী গেমিং মডেলঃ বাংলাদেশের মোট জনগোষ্ঠীর প্রায় এক-পঞ্চমাংশ কিশোর কিশোরী, যার ১৩.৭ লক্ষ মেয়ে।এই মেয়েদের রয়েছে তাদের বয়সন্ধিকাল সম্পর্কে অনেক প্রশ্ন।প্রতিনিয়ত ভ্রান্ত ধারণার ফলে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে তারা।সরকারী ও বেসরকারি উদ্যোগে এই সমস্যা লাঘবে বিভিন্ন পদক্ষেপ নেয়া হলেও সমাজের রক্ষণশীল দৃষ্টিভঙ্গি ও একঘেয়ে শিখন পদ্ধতির কারণে কোনটীই উল্লেখযোগ্য ভাবে ফলপ্রসু হইয়ে ওঠে নি। সার্ভিস ইনোভেশন ফান্ড এর সহায়তায় উইমেন’স ইনোভেশন ক্যাম্প ২০১৬ এর একটি বিজয়ী দলের তরুণী উদ্ভাবকেরা তৈরি করেছে দুর্গেশনন্দিনী নামের একটি গেমিং মডেল ।এই মডেল এর মাধ্যমে বাংলাদেশের কিশোরীরা বই পড়ে নয় বরং বিনোদনের সাথে গেইম খেলার মাধ্যমে বয়সন্ধিকালিন প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জ্ঞান অর্জন করবে। এছাড়াও এই মডেল এর আওতায় দলীয় প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের যাচাই করার সুযোগ পাবে তারা।কিশোরীদের সমস্যা সমাধানের পাশাপাশি মডেলটি শিক্ষণীয় যেকোনো বিষয়কে বিনোদনমূলক এবং প্রতিযোগিতামূলক পরিবেশে আয়ত্ত করার একটি নতুন মাধ্যম হিসেবে বাংলাদেশে পরিচিত হবে।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

বাংলাদেশের মোট জনগোষ্ঠীর প্রায় এক-পঞ্চমাংশ কিশোর কিশোরী,যার ১৩.৭ লক্ষ মেয়ে। এই মেয়েদের রয়েছে তাদের বয়সন্ধিকাল সম্পর্কে অনেক প্রশ্ন।প্রতিনিয়ত ভ্রান্ত ধারণার ফলে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে তারা।সরকারী ও বেসরকারি উদ্যোগে এই সমস্যা লাঘবে বিভিন্ন পদক্ষেপ নেয়া হলেও সমাজের রক্ষণশীল দৃষ্টিভঙ্গি ও একঘেয়ে শিখন পদ্ধতির কারণে কোনটিই উল্লেখযোগ্য ভাবে ফলপ্রসু হইয়ে উঠেনি।

সার্ভিস ইনোভেশন ফান্ড এর সহায়তায় উইমেন’স ইনোভেশন ক্যাম্প ২০১৬ এর একটি বিজয়ী দলের তরুণী উদ্ভাবকেরা তৈরি করেছে দুর্গেশনন্দিনী নামের একটি গেমিং মডেল। এই মডেল এর মাধ্যমে বাংলাদেশের কিশোরীরা বই পড়ে নয় বরং বিনোদনের সাথে গেইম খেলার মাধ্যমে বয়সন্ধিকালিন প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জ্ঞান অর্জন করবে। এছাড়াও এই মডেল এর আওতায় দলীয় প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের যাচাই করার সুযোগ পাবে তারা। কিশোরীদের সমস্যা সমাধানের পাশাপাশি মডেলটি শিক্ষণীয় যেকোনো বিষয়কে বিনোদনমূলক এবং প্রতিযোগিতামূলক পরিবেশে আয়ত্ত করার একটি নতুন মাধ্যম হিসেবে বাংলাদেশে পরিচিত হবে।