পৃথিবী জুড়েই শিশু মৃত্যুর হার বেশি। ইনফ্যান্ট ইনকিউবেটর অপরিনত শিশুদের মৃত্যুহার রোধ করতে বিশেষ সহায়ক । এই ধরণের ইনফ্যান্ট ইনকিউবেটর দেশে উৎপাদন করা হয়না এবং বেশ ব্যায়বহুল। দেশীয় প্রযুক্তি এবং উপকরণ ব্যবহার করে ইনকিউবেটরটি তৈরি করা হয়েছে বলে খরচ খুবই কম হয়।
ইনফ্যান্ট ইনকিউবেটরের টেকনিক্যাল বিষয় সমূহ অামাদের ল্যাবে নিবির পর্যবেক্ষণ করেছি। এখানে খুব সুক্ষভাবে তাপমাত্র, আদ্রতা, অক্সিজেনের পরিমান, ধুলিকনা ও অন্যান্য ডাস্ট পার্টিকেল নিয়ন্ত্রণ করতে হয়। আমাদের নিজস্ব ইলেকট্রনিক কন্ট্রোল সার্কিট ব্যবহার করে আমরা এই তাপমাত্র, আদ্রতা, অক্সিজেনের পরিমান, ধুলিকনা ও অন্যান্য ডাস্ট পার্টিকেল নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছি। অভিজ্ঞ শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্টারদের পরামর্শ অনুযায়ী আমরা অভ্যন্তরীণ পরিবেশ এবং অন্যান্য উপকরণ সমূহ ডিজাইন করছি। প্রাথমিকভাবে আমরা ল্যাবে যে ইনফ্যান্ট ইনকিউবেটরটি তৈরি করেছি তার গুণগতমান টেস্টিং এর জন্য আমার সহযোগিতা প্রয়োজন । আমরা যে ভার্সনটি তৈরি করার জন্য কাজ করছি তা পোর্টেবল হবে । সবমিলে খরচ হবে ৫০,০০০/= টাকার মতো। কমার্শিয়াল ভার্সনে গেলে খরচ অারো কমিয়ে আনা সম্ভব হবে।