প্রকল্প সমূহ

বৃষ্টির পানি সংরক্ষণ ও সৌর সেচ
প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদানে ই ব্যবস্থাপনা

জলবায়ু পরিবর্তন অভিযোজন কৌশল হিসেবে লবণাক্ত জমিতে মিনি পুকুর খননের মাধ্যমে মিষ্টি সেচ পানি ধরে রেখে সবজি, তরমুজ চাষ সম্প্রসারণের মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধি।


লবণাক্ত অঞ্চল<br><br> একটি জমির ৫ ভাগের এক ভাগ পুকুর কেটে ঐ মাটি দিয়ে জমির বাকী অংশ উঁচু করা হয়। বর্ষার সময় ঐ সমস্ত পুকুরে মিঠা পানি জমা হয় এবং ঐ মিঠা পানিতে মাছ চাষ করা হয় এবং উঁচুকৃত বেডে সবজিসহ অন্যান্য ফসলে ঐ মিঠা পানি সেচ কাজে ব্যবহার করা হয়। পুকুর পাড়ে লতানো সবজির জন্য পুকুরের ভিতরের দিকে ঝুলন্ত মাচা তৈরির কারণে পুকুরের পানির জলীয় বাষ্প নির্গমন কমে যায় ফলে দীর্ঘ দিন পুকুরে পানি ধরে রাখা যায় যা পরবর্তীতে শুষ্ক মৌসুমেও সেচ কাজে ব্যবহৃত হয়। মিনি পুকুর খননের মাধ্যমে মিঠা পানি ধরে রেখে সবজি, তরমুজ চাষ সম্প্রসারণের মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধি তথা কৃষকের আয় ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">সাধারণত উপকূলীয় এলাকার ভূগর্ভস্থ পানির শতভাগ লবণ হওয়ায় রবি মৌসুমে ফসল করা প্রায় দুঃসাধ্য হয়ে পড়ে। ফলে প্রায় ৯০% জমি পতিত থাকে।</span><br></p>

<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">একটি জমির ৫ ভাগের এক ভাগ পুকুর কেটে ঐ মাটি দিয়ে জমির বাকী অংশ উঁচু করা হয়। বর্ষার সময় ঐ সমস্ত পুকুরে মিঠা পানি জমা হয় এবং ঐ মিঠা পানিতে মাছ চাষ করা হয় এবং উঁচুকৃত বেডে সবজিসহ অন্যান্য ফসলে ঐ মিঠা পানি সেচ কাজে ব্যবহার করা হয়। পুকুর পাড়ে লতানো সবজির জন্য পুকুরের ভিতরের দিকে ঝুলন্ত মাচা তৈরির কারণে পুকুরের পানির জলীয় বাষ্প নির্গমন কমে যায় ফলে দীর্ঘ দিন পুকুরে পানি ধরে রাখা যায় যা পরবর্তীতে শুষ্ক মৌসুমেও সেচ কাজে ব্যবহৃত হয়। মিনি পুকুর খননের মাধ্যমে মিঠা পানি ধরে রেখে সবজি, তরমুজ চাষ সম্প্রসারণের মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধি তথা কৃষকের আয় ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে।</span><br></p>