<p>শিশুরা নানা ভাবে নির্যাতিত, শোষিত, অবহেলিত। এর মূল কারণ হলো-জনসচেতনতার অভাব, শিশুর বিকাশ, শিশু অধিকার, নির্যাতনের কুফল সম্পর্কে ধারণা না থাকা, আইন সম্পর্কে অজ্ঞতা ইত্যাদি।</p>
<p>পাড়া/ মহল্লা চিহ্নিতকরণ</p> <p>শিশু জরিপ ও শ্রেণীকরণ</p> <p>নিযাতন কি কেন কিভাবে হয় ও প্রভাব সমুহ সভা, উঠান বৈঠক, ছবি, নাটিকা, মাল্টিমিডিয়া ব্যবহার ইত্যাদির মাধ্যমে জনগণকে সংবেদনশীল করে তোলা</p> <p>নিযাতন প্রতিরোধ কমিটি গঠন(শিশু প্রতিনিধিসহ) ও শিশু পরিষদ গঠন</p> <p>সিআরসি, শিশু আইন-২০১৩, শিশু নীতিমালা-২০১১ এর বুলেট পয়েন্ট সম্পর্কে অবহিতকরণ</p> <p>ইকোম্যাপ, জেনোগ্রাম, সোয়াট এনালাইসিস, ইত্যাতির মাধ্যমে সুবিধাঞ্চিত শিশুদের জন্য ব্যক্তিগত কেস ব্যবস্থাপনা / সমষ্টিগত পরিকল্পনা তৈরী</p> <p>উপজেলা/ জেলা শিশুকল্যাণ বোর্ড এ উপস্থাপন ও অনুমোদন</p> <p>স্থানীয় সম্পদ , সরকারি –বেসরকারি সেবা চিহ্নিতকরণ ও প্রয়োজনীয় ব্যবহার নিশ্চিতকরণ</p> <p>পরিকল্পনা বাস্তবায়ন</p> <p>মনিটরিং মূ্ল্যায়ন ও ফলোআপ করণ</p> <p>সর্বোপরি শিশু সুরক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলা।</p>