<p>· নাগরিকগণ মিশ্র বর্জ্য পৃথকীকরণের বিষয়ে সচেতন নয় বা এরূপ কার্যক্রমে অভ্যস্থ নয়। ফলে পৃথকীকরণ জাতীয় কোন সেবা সেখানে প্রচলিত নেই।</p> <p>· PCSP এর ভ্যানের মাধ্যমে সংগ্রহকৃত মিশ্র বর্জ্য তারা নিজ উদ্যোগে স্বল্প পরিসরে পৃথকীকরণ করে থাকে। বিশৃঙ্খলভাবে খোলা জায়গায় এই কার্যক্রম সম্পন্ন করায় পরিবেশ দুষণ, যানজট এবং ব্যবসায়িক (আর্থিক) </p> <p> দ্বন্দ্বের সৃষ্টি হয়।</p> <p>· প্রতিদিন এলাকায় মোট উৎপাদিত ১৪ টনের মধ্যে প্রায় ৩ টন বর্জ্য (৩০%) অপসারণ করা সম্ভব হয় না।</p>
<p>Ø ডাটাবেইজ তৈরি (House hold, PCSP)</p> <p>Ø লিফলেট (লেমিনেটেড),ডাস্টবিন , টিভি স্ক্রল এর মাধ্যমে প্রচারণা/ সচেতনতা বৃদ্ধি করা।</p> <p>Ø Household/ কল্যাণ সমিতি/ এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা- লিফলেট বিতরণ।</p> <p>Ø Household কে ১টি অতিরিক্ত বিন সংগ্রহে উদ্বুদ্ধকরণ/নিশ্চিতকরণ।</p> <p>Ø প্রতিদিন PCSP পচনশীল দ্রব্য সংগ্রহ করে STS- এ পৌঁছে দেয়ার ব্যবস্থা।</p> <p>Ø সোম, বুধ, শনিবার PCSP একটি অতিরিক্ত ট্রিপের মাধ্যমে অপচনশীল বর্জ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট ভাঙ্গারি দোকানে বিক্রির ব্যবস্থা। </p>