<p><strong>চাষি মাছ চাষে খুব সচেতন নয়। তারা অনেক ক্ষেত্রে খাদ্য বিক্রেতার কাছ থেকে পরামর্শ নেয়, যা বেশীরভাগ ক্ষেত্রেই সঠিক হয় না। ফলে চাষিরা উৎসাহ হারিয়ে ফেলে। তাছাড়া নমুনা নিয়ে উপজেলায় আসা কঠিন হয়। এরপর কখনও কখনও স্বল্প জনবলের কারণে চাষিকে অফিসে এসে কাঙ্খিত সেবা না নিয়েই ফিরে যেতে হয়।</strong></p>
<p>চাষীদের জন্য অফিসের কম্পিউটারে বিভিন্ন সমস্যা যেমন: রোগ-বালাই এর স্থির চিত্র এবং ভিডিও কিংবা আদর্শ মৎস্য চাষের স্থির চিত্র, ভিডিও সংরক্ষণ করা হবে।<br /> উপজেলা মৎস্য সেবা ডেস্ক স্থাপন করা হবে।<br /> জনবহুল স্থানে, মাছের খাদ্যের দোকানে, মাছ চাষের বিভিন্ন উপকরণ বিক্রির দোকানে মৎস্য অফিসার সহ অন্য সম্প্রসারণ কর্মীর মোবাইল নম্বর পোস্টারিং করে দেয়া হবে।<br /> বিভিন্ন সেবা গ্রহিতার বিভিন্ন গ্রুপে তাদের মোবাইল নম্বর মোবাইলে সংরক্ষণ করা হবে।<br /> ওয়েব পোর্টালে লিংকেজ করে দেয়া হবে</p>