<p>ম্যানেজিং কমিটির মনিটরিং এর অভাবে শিক্ষকগণের বিদ্যালয়ে অনুপস্থিতির প্রবণতা বাড়ছে এবং শ্রেণী শিক্ষক ছাত্র/ছাত্রীদের উপস্থিতির বিষয়ে সংশ্লিষ্ট অভিভাবকগণের নিকট পর্যাপ্ত তথ্য যথাসময়ে না পাওয়ায় ছাত্র/ছাত্রীর লেখাপড়ার অগ্রগতির বিষয়ে যথা সময়ে প্রয়োজনীয় প্রদক্ষেপ নিতে পারেন না</p>
<p style="margin-left:.25in">ক) প্রথম পর্যায়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্যগণ, শিক্ষকবৃন্দ ও ছাত্র/ছাত্রীদের অভিভাবকগণের মোবাইল নাম্বার সংগ্রহ ও সংরক্ষণ করা ।</p> <p style="margin-left:.25in">খ) বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি , সদস্যবৃন্দ এবং শিক্ষক মন্ডলীদের কে নিয়ে সভা অনুষ্ঠিত করা এবং বাস্তবায়নকারী টিমের সদস্যবৃন্দ নিয়ে উদ্বোদ্ধকরণ সভা সম্পন্ন করা ।</p> <p style="margin-left:.25in">গ) প্রত্যেক শ্রেণীর শ্রেণী শিক্ষক ছাত্র/ছাত্রীদের হাজিরা মনিটরিং করে প্রথম তিনমাস অনুপস্থিত ছাত্র/ছাত্রীদের অভিভাবকদের কে অবহিত করবেন।</p> <p style="margin-left:.25in">ঘ) প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষকদের হাজিরা এবং অনিয়মিত ছাত্র/ছাত্রীদের অভিভাবকদের অনুপস্থিতির বিষয়টি নিয়মিত মনিটরিং করবেন।</p> <p style="margin-left:.25in">( উপরক্ত বিষয়টি প্রাথমিক এর ক্ষেত্রে উপজেলা শিক্ষা অফিসার এবং মাধ্যমিক ক্ষেত্রে মাধ্যমিক শিক্ষা অফিসার মনিটরিং সম্পন্ন করবেন )</p>