<p>বেকারযুবদের অজ্ঞতা ও অসচেতনাতা এবং সেবা দাতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের অভাবে একই সাথে সংশ্লিষ্টদের অসহযোগিতা এবং পযার্প্ত মনিটরিংনা থাকার কারনে সেবাগ্রহিতা কাঙ্খিত সেবা না পেয়ে ভোগান্তির শিকার হন ।</p>
<p>দ্রুত এবং স্বল্প সময়ে যুবসংগঠন তালিকাভুক্তির পর স্বল্প সময়ে এবং স্বল্প খরচে প্রশিক্ষনের মাধ্যমে সমগ্র গ্রাম বেকার মুক্ত করা হবে। যুবসংগঠন তালিকাভুক্তির জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে আবেদন করবে। কর্মকর্তা তালিকাভুক্তির ফরম বিতরনের জন্য অফিস সহকারীকাম- কমঃ অপারেটরের নিকট প্রেরন করা হবে। ফরম পুরনসহ যাবতীয় কাগজপত্র গ্রহন করার পর সংশ্লিষ্ট কর্মকর্তা সংগঠনের কার্যক্রম পরিদর্শন করবেন। পরিদর্শন করার পর উপজেলা কার্যালয় হতে তালিকাভুক্তির জন্য উপ-পরিচালকমহোদয়ের নিকট প্রেরন করা হবে। উপ- পরিচালক মহোদয় সংগঠন পরিদর্শনোত্তর সংগঠনটি তালিকাভ্ক্তু করে পুনরায় উপজেলা কার্যালয়ে প্রেরন করবেন। তালিকাভুক্তির পর সংগঠনের সদস্য এবং গ্রামের অন্য বেকার যুবযুবমহিলাদের মধ্যে বিভিন্ন বিষয়ে অপ্রাতিষ্টানিক প্রশিক্ষনের জন্য আবেদন গ্রহন করা হবে। আবেদন পত্র উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবর করা হবে। যুব উন্নয়ন যাচাই বাছাইয়ের জন্য ক্রেডিট সুপারভাইজারদের নিকট প্রেরন করবেন। যাচাইবছাইয়ের পর তা অফিস সহকারীর মাধ্যমে তারিখ ও সময় উল্ল্যেখসহ অনুমোদনের জন্য উপ-পরিচালক মহোদয়ের নিকট প্রেরন করা হবে। অনুমোদনের পর পুনরায় উপজেলা কার্যালয়ে প্রেরন করা হবে। অনুমোদিত তারিখ সময়ে প্রশিক্ষন শুরু করা হবে । ৪০ জনের ব্যাচে প্রশিক্ষন দেওয়া হবে। এইভাবে সংগঠনের আওতায় পুরো গ্রামের যুব ও যুবমহিলাদের প্রশিক্ষনের মাধ্যমে বেকার মুক্ত গ্রাম গঠন করা হবে।</p>