ঐতিহাসিকভাবে ব্রিটিশ ও আইরিশ ম্যানুফ্যাকচারার্স দ্বারা তৈরি যন্ত্র দিয়ে পাট কারখানা পরিচালিত হয়ে আসছে। উল, সিল্ক ও সিনথেটিকসের মতো পণ্যের তৈরির ফলে এটা ক্রমান্বয়ে ইউরোপ, আমেরিকা, চাইনিজ ও ভারতীয় বিভিন্ন কোম্পানির অধীনেও চলে আসে। কম্পিউটার নিউমেরিক কনট্রোলড (সিএনসি) পদ্ধতির মাধ্যমে পাট কার্ডের নকশা ও তৈরির ক্ষেত্রে একটি আদর্শ পদ্ধতির নিয়ে এই প্রকল্পের আলোচনা।
IRays Teknology Ltd কোম্পানি উদ্ভাবিত সিএনসি অটোড্রিল পদ্ধতি এমন একটি প্রক্রিয়া যাতে কম্পিউটার নিয়ন্ত্রিত পাট কার্ড তৈরি করা যায়। যা কাঠ ও অ্যালুমিনিয়াম কিংবা লোহার দিয়ে পাট পণ্যের যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে হয়। সিএনসি অটোড্রিল মেশিন পুরোপুরি কম্পিউটার নিয়ন্ত্রিত, যা যথার্থ আকার ও নকশা প্রদানে সক্ষম। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান IRays Teknology Ltd এর মেশিন ব্যবহারের আগ্রহ দেখিয়েছে। এই প্রকল্পে এর সঙ্গে pin making machine, stave molding machine এবং faller machine এ নিখুঁতভাবে পাট পন্য তৈরির সমন্বয় নিয়ে কাজ করবে।
প্রস্তাবিত প্রকল্পে তিনটি মেশিন পাট কারখানায় বসালে উন্নতমানের পাটের টুকরো তৈরি সম্ভব। যার মধ্যে রয়েছে stave molding machine, CNC Autodrill machine ও Pin making machine। সেগুলোর যথার্থতা নিশ্চিতে কাজ করবে এ টু আই-এর এই প্রকল্প। যেটা মেশিন বসানোর পর কম্পিউটার নিয়ন্ত্রিত গ্রাফিক্সস ডিজাইনের মাধ্যমে পাট পণ্য উৎকৃষ্ট করা যায় কীভাবে সেটার পথ দেখাবে। এ পাইলট প্রকল্পের সর্বোচ্চ খরচ পড়তে পারে ৩ কোটি টাকা এবং দুইটি IRays CNC Autodrill মেশিন দিয়ে দুই বছরের মাথায় ব্যবসায়িক খরচ-লাভ ভারসাম্যে পৌঁছানো সম্ভব।