মাছ রোগাক্রান্ত হওয়া বা অন্যান্য সমস্যা সৃষ্টি হওয়ার সাথে সাথে মৎস্য অফিসে যোগাযোগ করতে না পারা এবং রোগাক্রান্ত মাছ ও পানির নমুনা সাথে নিয়ে আসতে না পারায় মৎস্য চাষি গণের সঠিক সময়ে কাঙ্খিত পরামর্শ সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়া ।
মৎস্যচাষী / মৎস্য খামার মালিক, পোনা চাষী, হ্যাচারী ও নার্সারি মালিক গণ নিকটস্থ মৎস্য খাদ্য ও ঔষধ বিক্রেতা, অগ্রসর মৎস্য চাষী, ইউ ডি সি র উদ্যোক্তা, সম্প্রসারণ কর্মী অথবা নিয়োগকৃত এজেন্ট এর নিকট হতে অতি স্বল্প সেবা মূল্যের বিনিময়ে পরামর্শ সেবা পাবেন। এক্ষেত্রে মোবাইল এপ্স এ বর্ণিত মাছের রোগ, চাষ ও অন্যান্য সমস্যাবলীর সচিত্র সমাধানের সাথে আগত চাষির সমস্যা মিলিয়ে সেবা প্রদান করা হবে। এতে সংশ্লিষ্ট সেবা গ্রহিতার সময়, অর্থ ও যাতায়াত সাশ্রয় হবে। এছাড়া যে কেউ এনড্রয়েড মোবাইল ব্যবহার করে এ সংক্রান্ত সেবা পেতে পারবেন।