প্রকল্প সমূহ

উচ্চ মাধ্যমিক পর্যায়ে যোগ্য শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ সহজীকরণ
ই লাইব্রেরী চালু করণ

ই লাইব্রেরী চালু করণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

কেন্দ্রিয়ভাবে ডাটাবেজ তৈরীর কারনে দীর্ঘ সময় , অতিরিক্ত ব্যয়; স্বজনপ্রীতি (গভণিং বডি ও শিক্ষকগণের); তথ্য গোপন করে শিক্ষার্থী অন্তর্ভূক্তি; ভুল সংশোধনে জঠিলতা।

(১) প্রতিষ্ঠানে ডাটাবেজ তৈরী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সাথে লিংক স্থাপন । (02) উপবৃত্তি ফরম অনলাইনের মাধ্যমে প্রতিষ্ঠানে প্রেরণ। (0৩) উপজেলা ওয়েব পোর্টালে প্রকাশ ও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে তথ্য প্রেরণ| ৪) শিক্ষা অফিস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডাটা যাচাই বাছাই করে তালিকা প্রস্তুত পূর্বক পি আই ইউ অফিসে অনলাইনে প্রেরণ। (৫) পি আই ইউ থেকে বরাদ্দ সাপেক্ষে শিক্ষার্থীর মাঝে মোবাইল ব্যাংকের মাধ্যমে উপবৃত্তি বিতরণ ।