ব্যবসায়ীদের লাইসেন্স গ্রহণে অনাগ্রহ ও আইন সর্ম্পকে অজ্ঞতা
১)খাদ্য শস্যের (ধান, চাল, গম ও গমজাত দ্রব্য,ভোজ্যতেল, চিনি, লবণ ও ডাল) পাইকারী, খুচরা ব্যবসায়ী আমদানী কারকদের নাম,ঠিকানা ও মোবাইল নম্বর সহ তালিকা প্রণয়ণ করে কম্পিউটারে সংরক্ষণ করা। ২) নিয়মাবলী এবং আবেদন ফরমসহ লাইসেন্স গ্রহণের অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ এবং মোবাইলে এসএসএস প্রদান। ৩)লাইসেন্স গ্রহণের নিয়মাবলী ও আবেদন ফরমের সফট কপি জেলা ও উপজেলার ওয়েব পোর্টালে সংযোজন এবং ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে সকলকে অবহিত করা ৪)স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, বণিক সমিতির সহযোগিতা, ডিজিটাল ব্যানার ও লিফলেটের মাধ্যমে লাইসেন্স গ্রহণ সম্পর্কে ব্যবসায়ীদের মাঝে ব্যাপক প্রচারণা চালানো। থাদ্য-শস্য ব্যবসায়ী কর্তৃক সরকারী বিভিন্ন সুবিধা গ্রহণকালে খাদ্য শস্য লাইসেন্স প্রদান নিশ্চিতকরণ।