প্রস্তাবিত এরিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পোস্টমাস্টার বরিশাল প্রধান ডাকঘরকে বিষয়টি বাস্তবায়নের জন্য বলা হলে তিনি পোস্টমাস্টার জেনারেল মহোদয়ের লিখিত অনুমতি ব্যতিরেকে এ কাজ বাস্তবায়নে অপারগতা প্রকাশ করে। এ বিষয়ে ডাক বিভাগীয় বিধিবিধানে কোন বাধা রয়েছে বলে মনে হয় না।
পোস্টম্যান চিঠি পার্শেল বিলি শেষে ফেরার পথে নির্বাচিত কাস্টমারদের সাথে ফোনালাপের মাধ্যমে বুকিং এর উদ্দেশ্যে পোস্টাল আর্টিকেল সমূহ সংগ্রহ করবে। অতপর প্রমানক হিসাবে কাস্টমারকে একটি হাত রিসিট প্রদান করবে যা বর্তমানে প্রচলিত নেই। পরের দিন বিলিকালীন সময়ে পোস্টঅফিসের সিল সম্বলিত অফিসাল মেমো কাস্টমারকে হস্তান্তর করবে।