প্রকল্প সমূহ

বহুমুখী পাটপণ্যের ডিজাইন ব্যাংক ও ডিজাইন সাপোর্ট সেন্টার স্থাপন।
প্রি-স্কুল শিশু ও ডিসলেক্সিক শিশুদের জন্য একটি 'প্রবর্ধিত বাস্তবিকতা' ভিত্তিক শিক্ষা পদ্ধতি।

পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জন্য ই-লাইসেন্সিং ও ই-লার্নিং পদ্ধতি


পরমাণু শক্তির নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ, সুরক্ষা ও স্থিতিশীলতা নিশ্চিতকরণে কাজ করে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-বাপশনিক। তেজস্ক্রিয় পদার্থ ও বিকিরণ উৎপাদনকারী যন্ত্রপাতির অনুকূলে ইস্যুকৃত লাইসেন্স, পারমিট বা এনওসি দেওয়ার কাজ করে থাকে সংস্থাটি। কিন্তু এটা গ্রহণের জন্য প্রার্থীকে বেশ কয়েকবার ঢাকায় হাজির হতে হয় এবং প্রার্থীর অর্থের ও সময়ের অপচয় হয়। গড়ে পারমিট/এনওসি পেতে ২১ কার্যদিবস এবং নতুন লাইসেন্সের জন্য ৯০ কার্যদিবস প্রয়োজন হয়। অন্যদিকে, দেশব্যাপী বিকিরণ স্থাপনায় কর্মরত বিকিরণ নিয়ন্ত্রণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও পরীক্ষার আবেদনসহ ফি জমা দানের প্রক্রিয়াও বাপশনিক ভবনে সশরীরে এসে সম্পন্ন করতে হয়। সেক্ষেত্রে তাদেরকে তাদেরকে কমপক্ষে তিনদিন ঢাকায় আসতে হয়। তাদরে ই-লাইসেন্সিং সিস্টেম নামে ই-অ্যাপ্লিকেশান সিস্টেম তৈরি করার মাধ্যমে লাইসেন্স, পারমিট বা এনওসি গ্রহণের প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। অন্যদিকে বিকিরণ নিয়ন্ত্রণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও পরীক্ষার আবেদনসহ ফি জমা দানের প্রক্রিয়াও ই-লার্নিং পদ্ধতির অনলাইনে সম্পন্নের ব্যবস্থা করা হবে। সংশ্লিষ্ট ব্যাপারগুলো ই-মেইল ও এসএমএস নোটিফিকেশনের মাধ্যমে জানা যাবে এবং বিভিন্ন ফি প্রদান করা যাবে অনলাইন প্রক্রিয়ায়।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-বাপশনিক কর্তৃক তেজস্ক্রিয় পদার্থ ও বিকিরণ উৎপাদনকারী যন্ত্রপাতির অনুকূলে ইস্যুকৃত লাইসেন্স, পারমিট বা এনওসি গ্রহণের জন্য প্রার্থীকে বেশ কয়েকবার ঢাকায় হাজির হতে হয় এবং প্রার্থীর অর্থের ও সময়ের অপচয় হয়। গড়ে পারমিট বা এনওসি পেতে ২১ কার্যদিবস এবং নতুন লাইসেন্সের জন্য ৯০ কার্যদিবস প্রয়োজন হয়। দেশব্যাপী বিকিরণ স্থাপনায় কর্মরত বিকিরণ নিয়ন্ত্রণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও পরীক্ষার আবেদনসহ ফি জমা দানের জন্য আবেদনকারীকে বাপশনিক ভবনে আসতে হয় এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য কমপক্ষে দুই দিনের জন্যে ঢাকায় অবস্থান করতে হয়। পুরো প্রক্রিয়া সমাপ্ত করতে তাদের ৩ বার ঢাকা আসতে হয়। বর্তমান ম্যানুয়াল পদ্ধতির মধ্যে থেকে নবায়নের জন্য মেয়াদ উত্তীর্ণ প্রতিষ্ঠানসমূহ এবং আরসিও-দের চিহ্নিত করা বাপশনিক-এর জন্য সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। ফলে তেজস্ক্রিয় পদার্থ বা বিকিরণ উৎপাদনকারী যন্ত্রপাতি অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে জনসাধারণ এবং বিকিরণ কর্মীদের জীবন ও স্বাস্থ্য এবং পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কা থেকে যায়।

ই-লাইসেন্সিং সিস্টেমে একটি ই-অ্যাপ্লিকেশান সিস্টেম তৈরি করার মাধ্যমে লাইসেন্স বা পারমিট ইত্যাদি গ্রহণ করা এবং প্রত্যেক আবেদনের জন্য একটি ট্র্যাকিং আইডি প্রদান করা হয়। এ সংক্রান্ত ফি অনলাইন পেমেন্টের মাধ্যমে নিশ্চিত করা হবে। আবেদনের সংশ্লিষ্ট ব্যাপারগুলো ই-মেইল ও এসএমএস নোটিফিকেশনের মাধ্যমে আদান প্রদান হবে এর মাধ্যমে। ট্র্যাকিং আইডি ব্যবহার করে ওয়েবসাইটে আবেদনের স্ট্যাটাস এবং ত্রুটিপূর্ণ ফিল্ডটি সংশোধন বা অতিরিক্ত ডকুমেন্ট প্রদান করতে পারবে। পুরো প্রক্রিয়া সফল হলে গ্রাহককে ডিজিটাল লাইসেন্স, পারমিট বা এনওসি প্রদান করা হবে। উক্ত লাইসেন্স, পারমিট বা এনওসি সার্টিফিকেট অনলাইনে কাস্টমসসহ অন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের যাচাই করার ব্যাবস্থা থাকবে । গড়ে পারমিট বা এনওসি পেতে ১০ কার্যদিবস এবং নতুন লাইসেন্সের জন্য ৪৫ কার্যদিবস প্রয়োজন হবে। অন্যদিকে, ই-লার্নিং সিস্টেম একটি ই-লার্নিং সিস্টেম তৈরি করা হবে যার মাধ্যমে ট্রেনিংয়ে আগ্রহী ব্যক্তিরা নিবন্ধন করতে পারবে। এ সংক্রান্ত ফি অনলাইন পেমেন্টের মাধ্যমে নিশ্চিত করা হবে। ট্রেনিং কোর্সের ভিডিও এবং ডিজিটাল কন্টেন্ট সার্ভারে থাকবে এবং প্রশিক্ষনার্থী তা অনলাইনে শিখতে পারবেন। এতে করে তাদের যাতায়াতসহ সার্বিক সময় ও অর্থের সাশ্রয় হবে। আরসিওরা পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে এবং এ সংক্রান্ত ফি অনলাইনে প্রদান করতে পারবেন। তাদেরকে পরীক্ষার জন্য শুধু ১ বার ঢাকায় আসতে হবে । কৃতকার্য ব্যক্তিদের সকল সনদ অনলাইনে পাওয়া যাবে ।