প্রকল্প সমূহ

ব্যবহৃত রান্নার তেল পুনরায় ব্যবহার উপযোগীকরণ
পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জন্য ই-লাইসেন্সিং ও ই-লার্নিং পদ্ধতি

বহুমুখী পাটপণ্যের ডিজাইন ব্যাংক ও ডিজাইন সাপোর্ট সেন্টার স্থাপন।


বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য বহুমুখী পাটপণ্যের ডিজাইন ডেভেলপমেন্ট অত্যন্ত জরুরী। কিন্তু আমাদের দেশে বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের ডিজাইন ডেভেলপমেন্টে যথেষ্ট দুর্বলতা লক্ষ্য করা যায়। ফলে ভালো ডিজাইনের অভাবে উদ্যোক্তাদের পণ্যের উৎপাদন ও বিপনন সর্বোপরি ব্যবসা সংক্রান্ত উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে। প্রস্তাবিত প্রকল্পে ডিজাইন ব্যাংক ও ডিজাইন সাপোর্ট সেন্টার স্থাপন করা হবে। যা পাটপণ্যের রপ্তানী উপযোগী মান উন্নয়নসহ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করবে।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

বহুমুখী পাটপণ্যের চাহিদা বিশ্বব্যাপী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাটপণ্যের রপ্তানীকারক হিসেবে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য বহুমুখী পাটপণ্যের ডিজাইন ডেভেলপমেন্ট অত্যন্ত জরুরী। আমাদের দেশে বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের ডিজাইন ডেভেলপমেন্টে যথেষ্ট দুর্বলতা লক্ষ্য করা যায়। ফলে ভালো ডিজাইনের অভাবে উদ্যোক্তাদের পণ্যের উৎপাদন ও বিপনন সর্বোপরি ব্যবসা সংক্রান্ত উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে। তাই উদ্যোক্তাদের পণ্যের মান সম্পন্ন ডিজাইন উন্নয়নে সহায়তা প্রদানকল্পে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)-এ ডিজাইন ব্যাংক ও ডিজাইন সাপোর্ট সেন্টার স্থাপনের প্রস্তাবটি বাস্তবায়িত করা হলে পণ্যের রপ্তানী উপযোগী মান উন্নয়নসহ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।

প্রস্তাবিত ডিজাইন ব্যাংক ও ডিজাইন সাপোর্ট সেন্টার এর কার্যক্রম সম্পাদনের জন্য একটি টিম থাকবে। এর মধ্যে ডিজাইন ব্যাংক বহুমুখী পাটপণ্যের বাজার উপযোগী ও মানসম্পন্ন ডিজাইন উদ্ভাবন, সংগ্রহ এবং তৈরী সম্পর্কিত যাবতীয় কাজ করবে; বহুমুখী পাটপণ্যের ডিজাইন উন্নয়নে গবেষণা সহ বাজার চাহিদা/ট্রেন্ড সম্পর্কে তথ্য সংগ্রহ ও সরবরাহ করবে; ডিজাইনকৃত পণ্য সমূহের প্রদর্শণী/শো এর আয়োজন করা এবং বিভিন্ন ফ্যাশন ইন্সটিটউট এবং ফ্যাশন হাউজ সমূহের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করবে, এমনকি প্রয়োজনে তাদের সাথে MOU সই করবে। অন্যদিকে ডিজাইন সাপোর্ট সেন্টার আবেদন পত্রের মাধ্যমে উদ্যোক্তাগণ তাদের চাহিদা (কোন ক্যাটাগরীর পণ্য) উল্লেখ করে আবেদন করবেন; আবেদনগুলি পর্যালোচনা করে সে অনুযায়ী পণ্যের ডিজাইন নির্ধারণ করা হবে; নির্ধারিত ডিজাইনের পণ্যসমূহ প্রস্তুতের প্রতিটি পর্যায়ে জেডিপিসি নিয়োজিত একটি ডিজাইন টিম কাজ করবে; অতঃপর আবেদনকারী উদ্যোক্তাদের মধ্যে প্রশিক্ষণের মাধ্যমে সেগুলি তৈরীর প্রক্রিয়া সহ ডিজাইন সরবরাহ করা হবে এবং নতুন ডিজাইন সরবরাহ ছাড়াও ডিজাইন টিম পরামর্শমূলক সহযোগীতাসহ উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মান উন্নয়নে সহযোগীতা প্রদান করবে।