প্রকল্প সমূহ

প্রি-স্কুল শিশু ও ডিসলেক্সিক শিশুদের জন্য একটি 'প্রবর্ধিত বাস্তবিকতা' ভিত্তিক শিক্ষা পদ্ধতি।
শিক্ষার জন্য আলো

গণপরিবহনে ‘রুট মাস্টার’


রাজধানী ঢাকা শহরে প্রায় দুই কোটি মানুষের বাস। যাতায়াতে অধিকাংশ নগরবাসীকে নির্ভর করতে হয় গণপরিবহনের উপর। নির্দিষ্ট গন্তব্যে যেতে কতগুলো রুট আছে ও কোন রুটে কি কি পাবলিক ট্রান্সপোর্ট চলে, সেগুলোর কি কি সুবিধা আছে, ধরণ কি, ভাড়া কত এবং কতক্ষণ পরপর আসে প্রভৃতি না জানায় বহুবিধ সমস্যা ও ভোগান্তির মুখোমুখি হন নাগরিকরা। এই ভোগান্তি থেকে মুক্তি দিতে একটি মোবাইল অ্যাপ, USSD ভিত্তিক সিস্টেম এবং কল সেন্টার ব্যবস্থা গড়ে তোলা হবে এই প্রকল্পে। এতে হাতের মুঠোয় চলে আসবে সব তথ্য, নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে গন্তব্যে যাওয়ার যানবাহনটি সহজে পেয়ে যাবেন তারা।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

ঢাকা শহরের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে নগরবাসী গণ পরিবহন ব্যবহার করে থাকেন। যাদের বেশীরভাগই চলতি পথে নানা বিড়ম্বনা ও ভোগান্তির শিকার হন। নির্দিষ্ট গন্তব্যে যেতে কতগুলো রুট আছে ও কোন রুটে কি কি পাবলিক ট্রান্সপোর্ট চলে, সেগুলোর কি কি সুবিধা আছে, ধরণ কি, ভাড়া কত এবং কতক্ষণ পরপর আসে, এসব না জানায় তারা নানাবিধ সমস্যার মুখোমুখি হন। অন্যদিকে সময়, ভাড়া ও অন্যান্য সুবিধাদি তুলনা করে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেওয়াও যে কারো পক্ষে কঠিন। প্রত্যাশিত ট্রান্সপোর্টটি কতক্ষণ পরে কাছে আসবে ধারণা করা যায় না। অনেক বেশী রুট ও পাবলিক ট্রান্সপোর্ট এবং পাবলিক ট্রান্সপোর্টে খরচের বিভিন্নতা কারণে তাদেরকে এই ধারণা তৈরি কতে দেয় না।

এই প্রকল্পে একটি মোবাইল অ্যাপ, USSD ভিত্তিক সিস্টেম এবং কল সেন্টার ব্যবস্থা গড়ে তোলা হবে। যার মাধ্যমে নগরে গণপরিবহন ব্যবহারকারীরা যেকোনো গন্তব্যে যেতে স্ব-স্থানে দাঁড়িয়েই সকল ধরনের তথ্য হাতের মুঠোয় পাবেন। যেমন– একজায়গা থেকে অন্য জায়গায় যেতে কতগুলো রুট আছে, কোন রুটে কোন ট্রান্সপোর্ট চলে, কোন ট্রান্সপোর্টে খরচ কেমন, কোনটাতে সময় কেমন লাগবে, কোনটা কেমন সুবিধাদি এবং কোনটা কতক্ষণ পর পর আসে। এমনকি BRTA-এর RFID এবং GPS সিস্টেম ব্যবহারে তার আশেপাশের প্রত্যাশিত ট্রান্সপোর্টগুলো এখন কোনটি কোথায় আছে, তার কাছে পৌঁছাতে কতক্ষণ লাগবে এই রকম সকল ধরনের তথ্য সে যেকোনো জায়গায় দাঁড়িয়েই মোবাইল ব্যবহার করে খুব সহজেই মুহূর্তের মধ্যে পেয়ে যাবে। এছাড়াও যাত্রীগন ট্রান্সপোর্টগুলির সার্ভিস, সময়নুবর্তিতা ও ভাড়ার উপর সহজেই অ্যাপ ব্যবহারে রেটিং ও রিভিউ দিতে পারবে, যা কিনা যাত্রী অধিকার নিশ্চিত করতে ও ট্রান্সপোর্টগুলির সার্ভিস উন্নতিতে সহায়ক প্রভাব ফেলবে জনমতের ভিত্তিতে।