প্রকল্প সমূহ

পাঠ সহায়িকা (মোবাইল ফোনে এনসিটিবি’র বই)
আসক্তিমুক্তি

দৃষ্টিপ্রতিবন্ধীদের মানচিত্র


বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, বিশ্বের মোট জনগোষ্ঠীর শতকরা ১৫ শতাংশ কোন না কোনভাবে প্রতিবন্ধী। পূর্ণ পরিসংখ্যান না থাকলেও, বেসরকারি হিসেবে বাংলাদেশে প্রতিবন্ধীদের সংখ্যা প্রায় দেড় কোটি বলে ধারণা করা হয়। সমাজসেবা অধিদপ্তরের সাম্প্রতিক জরিপে দেশজুড়ে প্রায় ১৫ লাখ প্রতিবন্ধীর তথ্য দেয়া হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক দৃষ্টিপ্রতিবন্ধী। এই দৃষ্টিপ্রতিবন্ধী নাগরিকদেরকে চলাফেরার ক্ষেত্রে নানা ধরনের সমস্যা মোকাবেলা করতে হয়। নিকটতম স্থাপনা, পরিবহন, জরুরি সেবা, বিভিন্ন বাঁক, সড়ক ও ঠিকানার নির্দেশিকার জন্য তাদেরকে ভর করতে হয় চলার সময় হাতের কাছে পাওয়া ব্যক্তিকে জিজ্ঞেস করার মাধ্যমে। এই প্রকল্পে মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড এবং iOS অ্যাপ্লিকেশনের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যবহারযোগ্য মানচিত্র এবং নেভিগেশনের ব্যবস্থা গ্রহণ করা হবে। অডিও বার্তায় তারা ওইসব ক্ষেত্রে পথনির্দেশ পেয়ে যাবেন।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

দৃষ্টিপ্রতিবন্ধীদের চলাচলের ক্ষেত্রে অনেক কষ্ট ও দুর্ভোগ পোহাতে হয়। হয়তো তারা খুব সহজেই কোনো স্থান খুঁজে পেতে পারেন, কিন্তু নির্দিষ্ট গন্তব্যের দিকনির্দেশ পেতে মুশকিলে পড়েন। নিকটতম স্থাপনা, পরিবহন, জরুরি সেবা, বিভিন্ন বাঁক, সড়ক ও ঠিকানার নির্দেশিকার অভাবে নানা সমস্যা মোকাবেলা করেন এসব দৃষ্টিপ্রতিবন্ধী নাগরিকরা। বেশিরভাগ সময়ে তারা পাশে পাওয়া কারও কাছে এসব নির্দেশিকা জানতে চায়, কিন্তু প্রায়শ উত্তরদাতা কর্তৃক ভুল তথ্যে বিভ্রান্ত হয়ে থাকেন। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যবহারযোগ্য কোনো মানচিত্র নেই। অন্ধদের ব্যবহারযোগ্য একটি অ্যাপ্লিকেশনে মানচিত্র তৈরির ব্যবস্থা করলে এসব মানুষদের জন্য মহামূল্যবান কাজ হবে।

মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড এবং iOS অ্যাপ্লিকেশনের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যবহারযোগ্য মানচিত্র এবং নেভিগেশনের ব্যবস্থা করা হবে এই প্রকল্পে। মানচিত্রটি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির মোবাইলে অ্যাপ্লিকেশন ইনস্টল করা হবে এবং তার বর্তমান অবস্থানের ১ বর্গ কিলোমিটার এলাকার মানচিত্র এতে ডাউনলোড করা যাবে। এটা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে ওই এলাকার রাস্তা, বাঁক ও নানা স্থাপনার অডিও দিকনির্দেশনা প্রদান করবে। একই সঙ্গে সেটা কাছাকাছি এলাকার পরিবহন সুবিধার তথ্যও দেবে।