বর্তমানে বেশিরভাগ শিক্ষক ও অভিভাবক এবং অভিভাবকের অনুমতি নিয়ে স্কুল শিক্ষার্থীরাও মোবাইল ফোন ব্যবহার করছে। এর সুযোগ কাজে লাগিয়ে বইয়ের বোঝা কমানো যেতে পারে শিক্ষার্থীদের উপর থেকে। এ প্রকল্পের মাধ্যমে ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের(এনসিটিবি) সব বই মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনে ব্যবহার উপযোগী করা হবে। যে কোনো শ্রেণির শিক্ষার্থী তার মুঠোফোন থেকেই ক্লাসের সব বিষয়ের বই পড়তে পারবেন।
তথ্যপ্রযুক্তি ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভিশন-২০২১ নিয়ে কাজ করছে সরকার। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ হচ্ছে খুব দ্রুততার সঙ্গে। বর্তমানে বেশিরভাগ শিক্ষক ও অভিভাবক এবং অভিভাবকের অনুমতি নিয়ে স্কুল শিক্ষার্থীরাও মোবাইল ফোন ব্যবহার করছে। মোবাইল ব্যবহারের এই সুযোগকে কাজে লাগিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বইগুলোকে ডিজিটাইজ করা প্রয়োজন।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের(এনসিটিবি) সাধারণ শিক্ষায় ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সব বইয়ের জন্য মোবাইলের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করা হবে এই প্রকল্পের আওতায়। যাতে সব ক্লাসের জন্য নয়টি অ্যাপস তৈরি হবে এবং প্রত্যেক ক্লাসের সবগুলো বই থাকবে। কোনো ইন্টারনেট সংযোগ এবং পিডিএফ রিডার এক্ষেত্রে প্রয়োজন হবে না।