০১। জমির উপযোগিতা অনুসারে সঠিক সময়ে সঠিক ফসল নির্বাচন না করায় সুযোগ থাকা সত্তেও একই জমিতে ২ এর অধিক ফসল ফলানো সম্ভব হচ্ছে না। ০২। তথ্য না জানার কারনে আধুনিক জাতের চাষ হচ্ছে না। ০৩। সঠিক সময়ে ফসল লাগানো হয় না। ০৪। ফসলের নিবিড়তা বাড়ছে না ।
ডিজিটাল কৃষি ক্যালেন্ডার ব্যবহার।