পাঠদান আকর্ষনীয় না হওয়া এবং বিদ্যালয়ের পরিবেশ আনন্দ মুখর ও পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি কম। এর ফলে শিক্ষার্থীরা আশানুরুপ ফলাফল করে না ও বিদ্যালয় হতে ঝড়ে পড়ে।
পাঠদান আকর্ষনীয় করাঃ ১। উপকরণ ব্যবহার নিশ্চিত করার জন্য লেসন প্লানের মাধ্যমে সুনির্দিষ্ট ভাবে উপকরণ এর নাম লিখা থাকবে । ব্যবহার নিশ্চিত করার জন্য SMC এর মাধ্যমে শিক্ষানুরাগী ও উৎসাহী ব্যক্তিদের নিয়োজিত করা হবে। ২। ক্লাস রুটিনে সহ পাঠ্যক্রম সপ্তাহে একদিন রাখা হবে। বাস্তবায়নে শিক্ষক এবং শিক্ষানুরাগী ব্যক্তিকে নিয়োজিত করা হবে। পরিষ্কার পরিচ্ছন্নতাঃ ১। শিক্ষার্থীদের নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ক্লাস ভিত্তিক কমিটি গঠন করে তাদেরকে সুনির্দিষ্ট জায়গা পরিষ্কার করার দায়িত্ব প্রদান করা হবে। ২।প্রতিষ্ঠানের আঙ্গিনায় ডাস্টবিন তৈরি করে তার ব্যবহার নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের উৎসাহী করা হবে । ৩। প্রতিষ্টানের আঙ্গিনায় বাগান তৈরি করার নিশ্চিত করতে হবে।