প্রকল্প সমূহ

ঋণ আদায় কার্যক্রমে সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি
কাজের গুণগতমান সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধিকরণ

কাজের গুণগতমান সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধিকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

সঠিক সময়ে কাজ শুরু না করা, অহেতুক সময়ক্ষেপন ও বাস্তবায়ন কালে জনগণের সম্পৃক্ততা না থাকার কারণে সঠিক সময়ে ও প্রত্যাশিত মানে দ্রুত কাজ সম্পন্ন হয় না ।স্থায়িত্ব কম হওয়ার ফলে অর্থনৈতিক ক্ষতি হয় । অবকাঠামো, যাতায়াত ও পরিবহন ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হয় ।ফলে সমাজ ও জাতি ক্ষতিগ্রস্থ হয়।

প্রতিটি কাজ শুরুর পূর্বে প্রকৌশল দপ্তরের কর্মকর্তার উপস্থিতিতে ঠিকাদার ও তার ফার্মের সংশ্লিষ্ট কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের মতবিনিময়সভা প্রজেক্ট সাইটে অনুষ্ঠিত হবে। উক্ত মতবিনিময় সভায় কাজ সমাপ্তির সুনির্দিষ্ট পরিকল্পনা উপস্থাপিত হবে। উক্ত সভায় পুর্তকাজের গুণগত মান বজায় রাখার লক্ষ্যে স্থানীয় জনসাধারণের ভূমিকা ও করণীয় নির্ধারণ করার পর সকলের সহযোগিতা কামনা করা হবে। উক্ত সভায় প্রকল্প সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের মোবাইল নম্বর জনগণকে জানিয়ে দেয়া হবে। সভা শুরুর স্থান, দিন ও তারিখ উল্লেখ করে পূর্ব হতে প্রচার করা হবে এবং উক্ত সভায় উপস্থিত থাকার জন্য স্থানীয় জনসাধারণকে অনুরোধ করা হবে।