মাঠকর্মী কর্তৃক আদায়কৃত টাকা ব্যাংকে জমা দেয়ার পর জমা ভাউচার পরবর্তী কিস্তি আদায়ের তারিখে সমিতির ম্যানেজারের মাধ্যমে সদস্যদের কাছে পৌছেঁ দেয়া হয়। কিন্তু অনেক সময় মাঠকর্মী সমিতির ম্যানেজারের নিকট নিয়মিত ব্যাংক স্লিপ পৌছেঁ দেয়না অথবা ম্যানেজারের নিকট প্রদান ব্যাংকের স্লিপ প্রদান করা হলেও তিনি সদস্যদের পরিশোধিত টাকা ও ব্যাংক জমার ভাউচার বিষয়ে সদস্যদের অবহিত করেনা। অনেক ক্ষেত্রে অনিবন্ধিত পাশবহি সদস্যদের প্রদান করে তাতে হিসাব সংরক্ষণ করা হয়। ফলে তারা অনেক ক্ষেত্রে প্রতারিত হয় এবং আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়।
নিবন্ধিত পাশবহি ইস্যু নিশ্চিত করা ও টাকা ব্যাংকে জমা হওয়ার সাথে সাথে ব্যাংক স্লিপ উপজেলা দপ্তরে জমা হওয়ার সাথে সাথে ডাটা এন্ট্রি দিয়ে এসএমএসএর সাহায্যে সদস্যদের কে অবহিত করা হবে।