প্রকল্প সমূহ

আলট্রাসনোগ্রাম সেবা চালু ও ধারাবাহিকভাবে সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ
ঋণ আদায় কার্যক্রমে সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি

নিরাপদ ডেলিভারী সেবা


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

গর্ভবতী মায়েদের সময়মত নিবন্ধন না করার কারণে সময় মত এএনসি,ডেলিভারী এবং পিএনসি সেবা প্রদানে জটিলতার কারণে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার কাঙ্ক্ষিত পর্যায়ে কমানো যাচ্ছে না।

প্রথমে গর্ভবতী মা’দের ডাটাবেইজ তৈরি করে নিবন্ধন করা হবে (?)। সেবা প্রদানের জন্য মাঠপর্যায়ে পরিবার কল্যাণ পরিদর্শিকাকে মোবাইলফোন সরবরাহ করা হবে, যাতে তারা এসএমএস এবং ফোনের মাধ্যমে সেবা প্রদানের জন্য খবর নিতে পারবেন এবং সেবা প্রদান করতে পারবেন। পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মা’দের নিয়ে উদ্বদ্ধকরণ সভা করে তাদেরকে প্রাতিষ্ঠানিক ডেলিভারীর জন্য উদ্বদ্ধ করা হবে । চা-বাগান এলাকায় বাগান কর্তৃপক্ষের সাথে উদ্বদ্ধকরণ সভা করে গর্ভবতী মা’দের গর্ভকালীন ও প্রসবকালীন সেবা গ্রহণের জন্য লেবার রুম, ডেলিভারী টেবি, আধুনিক সাজসরঞ্জাম এর ব্যবস্থা করা এবং পর্যাপ্ত ঔষধ পত্র সরবরাহ করে নিরাপদ ডেলিভারী সেবা নিশ্চিত করা হবে । পরবর্তীতে পিএনসি সেবা নিশ্চিত করা হবে।