সরকারিভাবে শুধু আল্ট্রাসনোগ্রাম মেশিন সরবরাহ করা হয়েছে কিন্তু এটি পরিচালনার জন্য সনোলজিস্ট এর কোন পদ নেই বা এর বিকল্প কোন ব্যবস্থার নির্দেশনা নেই এবং সহযোগী স্টাফ বা আনুষঙ্গিক জিনিসপত্রের খরচ কিভাবে মেটানো হবে তার কোন সঠিক নির্দেশনা নেই । কক্ষ ও আসবাবপত্রের অভাব, কম্পিউটার ও প্রিন্টার এর সংকট এবং প্রিন্টিং পেপার ও জেলীর অভাবে হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম সেবা চালু করা সম্ভব হয় না। রোগীদের বিশেষ করে ANC সেবা নিতে আসা গর্ভবতী মায়েদের প্রাইভেট ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাম করতে হয়। তারা হয়রানির শিকার হন, তাদের সময়ক্ষেপণ হয়, অধিক অর্থ খরচ হয়, কিন্তু মান সম্মত রিপোর্ট পান না।
বিদ্যমান জনবলের মধ্য হতে আলট্রাসনোগ্রাম করার জন্য ডাক্তার ও সহযোগী স্টাফ নিয়োজিত করা। রুম ও আসবাবপত্র ব্যবস্থা করা এবং স্থানীয়ভাবে প্রিন্টিং পেপার ও জেলী ক্রয় করা। রিপোর্ট প্রদানের জন্য অফিস থেকে প্রিন্টার সহ কম্পিউটার ব্যবস্থা করা হয় এবং একজন অফিস সহকারীকে নিয়োজিত করা হয় । মাইকিং,বিলবোর্ড ও ফেস্টুন ইত্যাদির মাধ্যমে প্রচারণা এবং সরকার নির্ধারিত ফি অফিসে ও অফিসের বাহিরে টাঙ্গানো হয় ।