সাম্প্রতিক বছরগুলোতে শহরে বাড়ির ছাদে ফুল, ফল ও সবজি বাগান করা বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ঢাকা শহরের অনেক বাড়ি ছাদে সবুজের সমরোহ দেখা যায়। কিন্তু নগরবাসীর সুবিধার্থে তথ্যের একীভূত কোনো জায়গা নেই। সে অভাব পূরণে এই প্রকল্প, যেখানে মেট্রোপলিটন এলাকায় বাড়ির ছাদে বাগান করার সব তথ্য সম্বলিত একটি ওয়েব পোর্টাল তৈরি করা হবে।
নগর এলাকার বাসিন্দাগণ ছাদে ফুল, ফল ও ফসল চাষে ব্যাপক আগ্রহ থাকা সত্বেও যোগ্য পরামর্শকের অভাবে এই ক্ষেত্র সম্প্রসারণ আশানুরূপ অগ্রগতি হচ্ছে না। উপজেলায় কৃষির বিস্তর পরিধি থাকলেও মেট্রোপলিটান এলাকায় নগর কৃষি এখনও সেই তুলনায় প্রসার লাভ করেনি। তথ্যের অপ্রতুলতা থাকায় আগ্রহীরা মেট্রোপলিটন এলাকায় কৃষি সেবা সম্পর্কে অবগত নন, তারা উপকরণ সংগ্রহ করতে গিয়ে আর্থিক ক্ষতি ও হয়রানির শিকার হন। সীমিত মাঠকর্মী নিয়ে যানজট পেরিয়ে সময়সাপেক্ষ যাতায়াত করে বসবাসরত বিশাল জনগোষ্ঠীকে সেবা নিশ্চিত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই সম্পর্কিত সরাসরি অনলাইনে সেবা প্রদানের ব্যবস্থাও অনুপস্থিত বা অপ্রতুল। স্থানীয় পর্যায়ে কৃষি সেবা ও কৃষিপণ্য প্রাপ্তির বিষয়ে কোনও তথ্যসেবা বা ওয়েবসাইট নেই।
নগর কৃষিকে একটি কেন্দ্রীভূত জায়গায় নিয়ে আসতে একটি ওয়েব পোর্টাল তৈরি করা হবে এই প্রকল্পে। যেখানে গ্রাহক ছাদে বাগানের জন্য বিস্তারিত ধাপ, করণীয়, ভিডিও চিত্র থেকে ধারণা গ্রহণ করবেন, গ্রাহক ওয়েব সাইটে ন্যায্যমূল্যে উপকরণের প্রাপ্যতা, উপকরণ সরবরাহকারী (যেমন বীজ, সার, কীটনাশক, বাগান তত্ত্বাবধায়ন প্রভৃতি) প্রতিষ্ঠানগুলোর নাম ও বিস্তারিত যোগাযোগের ঠিকানা পাবেন ও হোম সার্ভিস চাইতে পারবেন।