বাংলাদেশে উৎপাদিত বায়োগ্যাস সাধারণত বাসাবাড়িতে ব্যবহার হয়ে থাকে। মোটরগাড়িতে কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাসই ব্যবহার হয়। এই প্রকল্পের আওতায় এমন প্রযুক্তি ও ব্যবস্থা উদ্ভাবন করা হবে যেটা দিয়ে বায়োগ্যাসকে মোটরগাড়িতে ব্যবহার উপযোগী করা সম্ভব।
গোবর এবং বাসাবাড়ির আবর্জনা থেকে বায়ো-গ্যাস তৈরি হয়। বায়োগ্যাসে ৫০-৬০ শতাংশ মিথেন ও ৩০-২৫ শতাংশ কার্বন ডাইঅক্সাইড থাকে। এ কারণে মোটরগাড়ির জ্বালানি হিসাবে বায়োগ্যাসের ব্যবহার দেখা যায় না, কেবল বাসাবাড়ির রান্না কাজে ব্যবহার হয়। ফলে মোটরগাড়ির জ্বালানি ও বিদুৎ উৎপাদনে কার্যকরী হিসাবে বায়োগ্যাসকে রূপান্তর করা প্রয়োজন। এ ধরনের প্রযুক্তি তৈরি যদি করা যায় তাহলে প্রাণিসম্পদ ও কৃষিকাজের সমস্ত প্রক্রিয়া পাল্টে দেওয়া সম্ভব।
এই প্রকল্পের আওতায় প্রচলিত মোটরগাড়িতে ব্যবহারী উপযোগী মিথেন-সমৃদ্ধ বায়োগ্যাস তৈরি করা হবে। বায়োগ্যাস থেকে সালফার, ময়েশ্চার ও কার্বন ডাইঅক্সাইড সরিয়ে পরিশুদ্ধ করার পদ্ধতি গড়ে তোলা হবে। সিলিন্ডারে প্রাস্তুরিত বায়োগ্যাস ঢুকানোর ব্যবস্থাও এক্ষেত্রে নেওয়া হবে। ডাইজেস্টারের জন্য কাঁচামালের যথাযোগ্য প্রয়োগে ব্যবস্থা নেওয়া হবে, মিথেন-সমৃদ্ধ বায়োগ্যাস তৈরি করবে। কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে বেশি পরিমাণে মিথেন-সমৃদ্ধ গ্যাস উৎপাদন এরা মাধ্যমে সম্ভব হবে।