বি এস টি আই কর্তৃক প্রদেয় বিভিন্ন ভোগ্যপণ্যের জন্য অত্যাবশ্যকীয় মান এর একটি অনলাইন ক্যাটালগ যা ব্যবহার করে শিল্প উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা তাদের পণ্যের জন্য নির্ধারিত মান ক্রয় করতে পারবেন ।
বি এস টি আই কর্তৃক প্রদেয় বিভিন্ন ভোগ্যপণ্যের জন্য অত্যাবশ্যকীয় মান সম্পর্কে জানার জন্যে ছাপা স্ট্যান্ডার্ড এর বই সংগ্রহ করতে হয়। তা পাওয়ার জন্যে দেশের যে কোন প্রান্ত হতে স্বশরীরে ঢাকায় প্রধান কার্যালয়ে আসতে হয়। আবার অনেক উৎপাদক বা ব্যবসায়ী জানেন না যে, এই দপ্তর থেকে মান বিক্রয় করা হয়, যা ভোগ্যপণ্যের ব্যবসার জন্যে আবশ্যক।
দপ্তরের নিজস্ব উদ্যোগে দেশের যে কোন প্রান্ত হতে ব্যবহার উপযোগী একটি অনলাইন ক্যাটালগ তৈরী করা হবে। পাশাপাশি, আগ্রহী ক্রেতাগণ অনলাইনের মাধ্যমেই মান ক্রয় করতে পারবেন। ইউডিসি সমূহ এই ক্ষেত্রে এজেন্টের ভূমিকা পালন করবে। অনলাইনে মূল্য পরিশোধ ও আবেদন ট্র্যাকিং এর ব্যবস্থা থাকবে।