প্রকল্প সমূহ

বিএসটিআই এর ই-ক্যাটালগ ও স্ট্যান্ডার্ডস বিক্রয়
বিসিএসআইআর রেফারেন্স ল্যাবরেটরি

ই-পার্কিং


একটি মোবাইল অ্যাপ যা ব্যবহার করে গাড়ি চালকগণ নিকটস্থ সরকারি-বেসরকারি মালিকানাধীন পার্কিং স্পট/গ্যারেজ সমূহ দিনের যেই সময়টুকু ফাঁকা থাকে সেই সময়ের জন্য নির্দিষ্ট ভাড়ায় ভাড়া নিতে পারবেন।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

ঢাকার ট্রাফিক সমস্যা প্রায়ই অবর্ণনীয় কষ্টের পর্যায়ে চলে যায়। স্কুল কলেজের শিক্ষার্থী, রোগী, কর্মজীবি মানুষ সবাই হাসফাঁস করে অতিরিক্ত গাড়ির চাপে থমকে যাওয়া রাস্তায়। এর অন্যতম কারণ পর্যাপ্ত পার্কিং এর জায়গা না থাকা। বেশীরভাগ সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের আশে পাশে রাস্তার মধ্যেই গাড়ি পার্কিং করা থাকে।

গাড়ির মালিক এবং গ্যারেজ মালিকদের ব্যবহারের জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করা হবে। যাতে দিনের বেলায় খালি থাকা গ্যারেজের মালিকগণ অফিসসময়ে খালি থাকা গ্যারেজের জায়গা ভাড়া দিবেন এবং একই সাথে রাস্তায় যত্রতত্র পার্কিং করা গাড়ির মালিকরা সেসব গ্যারেজে গাড়ি রেখে নিশ্চিন্ত থাকবেন। এরফলে রাস্তায় গাড়ির চাপ কমবে এবং ট্রাফিক জ্যাম কমে যাবে।