প্রকল্প সমূহ

ই-পার্কিং
রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা স্বল্প খরচে পরীক্ষার সেবা

বিসিএসআইআর রেফারেন্স ল্যাবরেটরি


পরীক্ষালব্ধ সঠিক বৈজ্ঞানিক তথ্য প্রাপ্তির একটি অনলাইন সমাধান। যেখানে বৈজ্ঞানিক পরীক্ষা নীরিক্ষা করার জন্য অনলাইনে আবেদন করা যাবে এবং একই সাথে ঐ প্ল্যাটফর্ম থেকেই ফলাফলও জানা যাবে।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

বাংলাদেশে সঠিক মান নিয়ন্ত্রণ নিয়ে ক্ষুদ্র, মাঝারি এবং বড় শিল্পের মালিকরা প্রায়শই ঝামেলার সম্মুখীন হন। আবার গবেষণার কাজে জন্য গবেষকদের প্রাপ্ত বৈজ্ঞানিক তথ্য আদান প্রদানের দরকার পড়ে। একই সাথে নীতি নির্ধারনের জন্য নীতি নির্ধারকরাও সঠিক বৈজ্ঞানিক তথ্যের ওপর নির্ভর করে থাকেন। এসব প্রয়োজনে যথাযথ বৈজ্ঞানিক পরীক্ষার তথ্য, সুবিধা সম্বলিত কোন নির্ভরযোগ্য প্লাটফর্ম নেই যেখান থেকে সরাসরি বৈজ্ঞানিক পরীক্ষা ও নিরীক্ষার আবেদন করা যাবে ও ফলাফল পাওয়া যাবে।

একটি ডায়নামিক ওয়েব পোর্টালের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। ওয়েব পোর্টালটি ল্যাবরেটরি সেবা প্রদানকারী এবং গ্রহণকারীর মধ্যে মিথস্ক্রীয়া ঘটাবে। এর ফলে বৈজ্ঞানিক তথ্য উপাত্তের আদান প্রদান সহজতর হবে। যে কোন উদ্যোক্তা বা গবেষক দেশের যে কোন স্থান থেকে বিসিএসআইআর রেফারেন্স ল্যাবরেটরিতে পরীক্ষার আবেদন করতে পারবেন, নমুনা পাঠাতে পারবেন এবং ফলাফল জানতে পারবেন।