সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিলের নকল প্রাপ্তির অনলাইন সমাধান।
যে কোন জমি বা সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে তার মালিকানা নিশ্চিতকরণের জন্য পূর্ববর্তী মালিকানা হস্তান্তরের তথ্য ও বিস্তারিত জানবার প্রয়োজন হয়। এ তথ্য পাবার জন্য রেজিস্ট্রি অফিসে আবেদন করতে হয়। দলিল সার্চ দিতে হয়। খোঁজ রাখা ও নকল প্রপাতির জন্যে বারবার অফিসে যাতায়াত করতে হয় এবং অতিরিক্ত অর্থ ব্যয় হয়।
এ সমস্যা নিরসনে এবং মালিক কর্তৃক প্রদত্ত দলিলের সত্যতা নিরূপনে একটি অনলাইন সিস্টেম তৈরী করা হবে। দলিলের সার্চ, তার নকল প্রাপ্তিতে আবেদন, আবেদনের প্রক্রিয়া, সরকারী ফি পরিশোধ, আবেদনের হালনাগাদ অবস্থা জানা, আবেদন নিষ্পত্তিতে নোটিফিকেশন ইত্যাদি সকল সেবা এই সিস্টেমের মাধ্যমে প্রদান করা হবে।