প্রকল্প সমূহ

জমি রেজিস্ট্রির তথ্য অনলাইনে অনুসন্ধান করার প্ল্যাটফর্ম
অনলাইনে গণপূর্ত অধিদপ্তরের অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি

স্লারি-ভিত্তিক রাস্তা খনন যন্ত্র


নগরগুলোতে সড়কের নীচে সুড়ঙ্গ খোড়ার মেশিন, যার সাহায্যে বিভিন্ন ইউটিলিটি সার্ভিসের ব্যবস্থাপনা করা হবে।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

শহরের পানি নিষ্কাশনের জন্য উন্মুক্ত নর্দমাগুলো খুব তাড়াতাড়ি মাটি ও ময়লা দিয়ে ভর্তি হয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে। এর বিকল্প হতে পারে ভূ-গর্ভস্থ নালা। কিন্তু তা খননের জন্য রাস্তা কেটে জনদুর্ভোগ সৃষ্ট হয়। পাশাপাশি, বিভিন্ন সেবা সংস্থার ভূ-গর্ভস্থ তার বা পাইপ বসানোর জন্য প্রায়শই নগরের রাস্তা কাটার ফলে জনদুর্ভোগ সৃষ্ট হয়।

এ সমস্যার সমাধানে স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে একটি সাশ্রয়ী ভূ-গর্ভস্থ সুড়ঙ্গ তৈরীর যন্ত্র তৈরী করা হবে, যা রাস্তার নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরী করে তার বা পাইপ বসানোর সুযোগ করে দিবে। যন্ত্রটি মাটির উপর থেকেই নিয়ন্ত্রণ করা যাবে।