বিদেশ থেকে দেশে আসার পথে সঙ্গে থাকা পণ্যের প্রযোজ্য শুল্কের মোবাইল অ্যাপ ভিত্তিক হিসাব নির্ণয়ের পদ্ধতি।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে বেড়ানো বা চাকুরী শেষে দেশে ফেরার পথে নাগরিকেরা বিভিন্ন স্মারক বা পণ্য কিনে নিয়ে আসেন, যার শুল্ক তাদেরকে বিমানবন্দরে পরিশোধ করতে হয়। শুল্কের পরিমাণ সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা না থাকায় অতিরিক্ত শুল্ক আরোপের ক্ষেত্রে তারা অসহায় থাকেন। পাশাপাশি শুল্কের পরিমাণ অর্থ না থাকার কারণে প্রায়শই তাদের পণ্য আটক থাকে, যা আবার পরে ছাড়ানোর জন্যে বিমানবন্দরে যেতে হয়।
এ সমস্যা নিরসনে একটি মোবাইল অ্যাপ তৈরী করা হবে, যাতে বিদেশে বসেই ক্রয়কৃত পণ্যের তালিকা দিলে স্বয়ংক্রিয় ভাবে শুল্ক হিসাব পাওয়া যাবে। কি পরিমাণ বৈদেশিক মূদ্রা সাথে রাখলে তা বিমানবন্দরের ব্যাংকেই বিনিময় করে শুল্ক পরিশোধ করা যাবে, তা ও এই অ্যাপ এ উল্লেখিত হবে।