প্রকল্প সমূহ

দেশের পথে শুল্ক হিসাব
ফ্লেক্স-লিড

ই-মোবাইল কোর্ট ব্যবস্থাপনার জন্য ফিঙ্গারপ্রিণ্ট অথেনটিফিকেশন সিস্টেম


ই-মোবাইল কোর্ট ব্যবস্থাপনায় একটি যন্ত্রের সাহায্যে অপরাধীর তথ্য সংরক্ষণ এবং যাচাই।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

ই-মোবাইল কোর্ট ব্যবস্থাপনার সময় একই আসামী পূর্বে কোন অপরাধে দণ্ডিত ছিল কিনা তা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায় না। এতে করে একই ব্যক্তি বারবার অপরাধ করার সুযোগ পায়। ফলে অপরাধ প্রবণতা বাড়ছে এবং অপরাধীর ধরণ ও প্রকৃতি পরিবর্তন হচ্ছে।

মানুষের ফিঙ্গারপ্রিন্ট তাঁর একটি ইউনিক আইডেনটিটি। অপরাধীদের ফিঙ্গারপ্রিন্ট যথাযথভাবে সংরক্ষণ করে এবং সংরক্ষিত ফিঙ্গারপ্রিন্টের সাথে পরবর্তীতে কোন মামলায় অভিযুক্ত অপরাধীর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করা হবে। যদি সংরক্ষিত কোন ফিঙ্গারপ্রিন্টের সাথে নতুন অভিযুক্তের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে তাহলে অভিযুক্তের পূর্বের দণ্ডের বিস্তারিত বিবরণ ও তার পরিচয় তাৎক্ষণিকভাবে সহজেই সনাক্ত করা যাবে। এতে অপরাধের ভিন্নতা ও অপরাধের প্রবণতা পর্যায়ক্রমে কমতে থাকবে। অভিযুক্ত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট পূর্বের সংরক্ষিত ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ না করলে ফিঙ্গারপ্রিন্টটি নতুনভাবে সংরক্ষিত হবে।