প্রকল্প সমূহ

মোবাইল ফোনের ইন্টারনেট ব্যান্ডউইডথ বৃদ্ধি করার যন্ত্র
ই- সেচসেবা

অনলাইন কাইজেন


কারখানার উৎপাদন বৃদ্ধির জন্য একটি জাপানি ব্যবস্থাপনা পদ্ধতির অনলাইন প্রশিক্ষণ।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন(এনপিও)’র জনবল, বাজেটের স্বল্পতার কারণে BJMC(Bangladesh Jute Mills Corporation), BJMA(Bangladesh Jute Mills Association), BJSA(Bangladesh Jute Spinners Association) এর নিয়ন্ত্রাণাধীন প্রায় পাটকল সমূহের জাপানী ব্যবস্থাপনা কৌশল KAIZEN বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না । যেহেতু KAIZEN পদ্ধতি বাস্তবায়ন করতে হলে ১ মাস অন্তর অন্তর ৫ টি ধাপে বাস্তবায়ন করতে হয় , তাই ইহা সময় সাপেক্ষ ব্যাপার । ফলে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)’র পক্ষে প্রতি বছর ২/৩ টির বেশি KAIZEN পদ্ধতি বাস্তবায়ন করা সম্ভব হয় না ।

পাটশিল্পের আওতাধীন প্রতিষ্ঠানসমূহে KAIZEN পদ্ধতি বাস্তবায়নের জন্য অনলাইন সেবা প্রদান করার প্রয়োজনে একটি অনলাইন প্রশিক্ষণ পোর্টাল তৈরী করা হবে। ভবিষ্যতে আরো অন্যান্য সরকারী প্রতিষ্ঠানসমূহ এর মাধ্যমে KAIZEN এর প্রশিক্ষণ নিতে পারবে।