প্রকল্প সমূহ

শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটেশন সুবিধা উন্নতকরণ
ক্লিন হসপিটাল ডে- পালন শ্লোগানঃ হাসপাতাল আমার বাড়ী, পরিচ্ছন্ন হাসপাতাল গড়ি

“শহরের নিরক্ষর শ্রমজীবী মানুষের জন্য সাক্ষরতা কর্মসূচী”


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

বর্তমান উপনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর জেলা শহর ভিত্তিক কোন সাক্ষরতা কর্যক্রম নেই। বিভিন্ন কারখানা/প্রতিষ্ঠানে কর্মরত শ্রমজীবী নারী-পুরুষগণ মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। শহরে এ জনগোষ্ঠীর মানুষ একটি উল্লেখযোগ্য অংশ। শিক্ষার অভাবে তাদের জীবন মানের উন্নয়ন হচ্ছে না এবং তারা আধুনিক তথা প্রযুক্তির সাথে জড়িত হতে পারছে না। এর পিছনে তাদের দারিদ্য, অসচেতনতা, কাজের ব্যস্ততা, মালিকপক্ষের অনাগ্রহ ইত্যাদি কাজ করে।

Ø শহরের বিভিন্ন কারখানার শ্রমিকগণের বেশীর ভাগই নিরক্ষর। তারা আর্থিক ভাবে দরিদ্র হওয়ার কারণে বিদ্যালয়ে পড়ার সুযোগ পায়না। ফলে তারা নিরক্ষর থেকে যাচ্ছে। তারা এই জন্য বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছে। সরকারী ও বেসকারী সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাদেরকে পাঠদানের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন ।