প্রকল্প সমূহ

“শহরের নিরক্ষর শ্রমজীবী মানুষের জন্য সাক্ষরতা কর্মসূচী”
“এসো কিছু শিখি স্বাস্থ্য কথা লিখি”

ক্লিন হসপিটাল ডে- পালন শ্লোগানঃ হাসপাতাল আমার বাড়ী, পরিচ্ছন্ন হাসপাতাল গড়ি


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

Ø পরিষ্কার পরিচ্ছন্নতার মান গ্রহণ যোগ্য নহে এবং সেবা গ্রহীতা অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা সেবা গ্রহণ করতে অস্বস্তি বোধ করে; Ø অনেক ক্ষেত্রে রোগীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে; Ø পরিষ্কার পরিচ্ছন্নতায় নিয়োজিত কর্মীদের দায়িত্ব পালনে অবহেলা; Ø পরিচ্ছন্ন কর্মীদের সঠিক ভাবে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করতে না পারা; Ø কর্মচারীর স্বল্পতা; Ø হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি ওয়ার্ড বয় ,আয়া এবং পরিচ্ছন্ন কর্মীর মাধ্যমে গতানুগতিক ভাবে চলে আসছে কিন্তু; এই পরিচ্ছন্নতা হাসপাতাল কে দূর্গন্ধ মুক্ত করতে পারছেনা । খাটের কোনায় কিংবা দরজা জানালায় অনেক দিনের নোংরা ও আবর্জনা জমে থাকে । তদ্রুপ টয়লেট গুলো সঠিক ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছেনা । এ সকল ক্ষেত্রে জমে থাকা ময়লার মধ্যে রোগ জীবাণু বংশ বিস্তার বৃদ্ধি পায় এবং রোগীদের মধ্যে নতুন সংক্রামণের সম্ভাবনা বেড়ে যায়।

Ø উদ্যোগটি বাস্তবায়ন করার লক্ষ্যে হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে সভা আহ্বান করা হবে। ঐ সভায় উদ্যোগের বিষয় বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। উদ্যোগ বাস্তবায়নে পৌরসভা ও অন্যান্য দপ্তর ও এনজিও দের সম্পৃক্ত করা হবে এবং একটি টিম গঠন করা হবে । টিমের সদস্যদের দায়িত্ব ও কর্ম পরিধি নির্ধারণ করা হবে। এছাড়াও মনিটরিং ও সুপার ভিশন টিম গঠন করা হবে। উদ্যোগ বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই এবং উদ্যোগ গ্রহণের মতামত গ্রহণ করা হবে। উদ্যোগের প্রতিবন্ধকতা এবং প্রতিকার নিয়ে আলোচনা হবে। সর্বপরি উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে উদ্যোগটি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।