২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন জাতীয় পর্যায়ে অত্যন্ত গুরুত্বপুর্ণ বিষয়।১৭ টি লক্ষ্যমাত্রার মধ্যে ৩য় লক্ষ্যমাত্রায় মাতৃমৃত্যু, শিশুমৃত্যুর হার কমানো ও জনগণের গড় আয়ু বৃদ্ধির কথা বলা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সমন্বিত স্বাস্থ্য শিক্ষা, লাইফ স্টাইল চেঞ্জ বিষয়ক কোন কর্মসূচি না থাকার কারনে অসুস্থতার হার বেড়ে যাচ্ছে। জীবন ও স্বাস্থ্য বিষয়ক অপর্যাপ্ত ও ভুল দৃষ্টি ভঙ্গি প্রেক্ষিত OBESITY সহ non Communicable Diseases (মরণ ব্যাধি) ( ক্যান্সার, হার্ট এ্যাটাক,COPD, হাইপারটেশন, ডায়াবেটিস) এর প্রাদূর্ভাব অনেক বেড়ে গেছে। পৃথিবীতে মোট মৃত্যুর ৬০% এর জন্য দায়ী উপরোক্ত জীবানুবিহীন অসুস্থতা। এর জন্য সাস্থ্য বিষয়ক দৃষ্টি ভঙ্গি প্রেক্ষিত(Life Style perspective) বহুলাংশে দায়ী। এর কারণে ঘন ঘন অসুস্থ হওয়া, অপুষ্ঠি শিশু জন্ম নেওয়া, জীবনের বেশীর ভাগ সময় হাসপাতালে থাকা,কর্মঘন্টার অপচয়, অর্থনৈতিক ক্ষতিসহ জাতি বলিষ্ঠ, স্বাস্থ্যবান দেশপ্রমিক প্রজন্ম থেকে বঞ্চিত হবার আশংকা রয়েছে যা ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্র অর্জন কে ব্যহত করবে।
Ø Advisory Group গঠন (DC,CS,জেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র) Ø লাইফ স্টাইল সাপোর্ট গ্রুপ গঠন( উপজেলা চেয়ারম্যান, UNO, PEO,SEO, USO,UIO,NGO Member, UH&FPO) Ø Health education group গঠন( UH&FPO,Doctor,CHCP,SACMO,স্কুল শিক্ষক,ক্ষুদে ডাক্তার) Ø গ্রুপ দুটির সম্বনয়ে ১ টি ইউনিয়নের ১ টি ওয়ার্ডের ১ টি বিদ্যালয়ে সপ্তাহে ১ দিন ১-১.৩০ ঘণ্টা সময় ব্যাপী health education ও life style change ( think differently,do deferently,change defernetly) বিষয়ে সচেতনতামূলক বক্তব্য ও স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হবে। Ø স্বাস্থ্য ও জীবন বিষয়ে দৃষ্টি ভঙ্গি পরিবর্তনে ছাত্র-ছাত্রীদের শুরু থেকেই সচেতন করে গড়ে তোলা হবে। Ø বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের জীবন ও সুস্বাস্থ্য গড়ে তোলার বিষয়ে শুরু থেকেই তাদের মধ্যে সচেতনতা ও স্বাস্থ্য শিক্ষার প্রদীপ জ্বালানো। Ø বলিষ্ঠ, স্বাস্থ্যবান,দেশপ্রেমিক ভবিষ্যৎ প্রজন্ম গঠন। Ø অসুস্থ্য হওয়ার মত দায়ী সমস্ত পথ ও কারন বন্ধ করা। Ø স্বাস্থ্য বিষয়ক কুসংস্কার দূর করা। Ø গড় আয়ু বৃদ্ধি। Ø National Life Style Day প্রবর্তন।