প্রকল্প সমূহ

“এসো কিছু শিখি স্বাস্থ্য কথা লিখি”
ডিজিটাল পদ্ধতিতে ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার

ভোগান্তিহীন ছাড়পত্র


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

প্রকৃত পক্ষে একজন পেনশন হোল্ডারকে বিভিন্ন শাখায় ঘুরে ঘুরে ছাড়পত্র স্বাক্ষর করাতে হয় ফলে পেনশন পেতে দেরী হয় এবংঅতিরিক্ত অর্থ ও সময় অপচয় সহ ভোগান্তির শিকার হতে হয় ।

Ø এখানে কোন অবসরত/ নমিনীকে স্ব-শরীরে আসতে হবে না Ø মাত্র ১৫ দিনেই কাজ শেষ হবে Ø অতিরিক্ত সময় ও অর্থ নষ্ট হবে না Ø বিড়ম্বনার শিকার হতে হবে না বর্তমানে সংশ্লিষ্ট অবসরপ্রাপ্ত কর্মচারী ছাড়পত্র নিযে সকল বিভাগ থেকে প্রত্যয়ন গ্রহন করেন। তদস্থলে প্রশাসন বিভাগ থেকে সকল বিভাগে/শাখায় পত্র ইফাইলিং এর মাধ্যমে অবসর গ্রহনের তারিখ হতে ০৩ মাস পূর্বে প্রত্যয়ন গ্রহন করে নথিজাত করতে হবে।